Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ণাঢ্য বাইক র‍্যালি: "বন্দেমাতরম" মাতৃমন্ত্রের সার্ধশত বর্ষ উদযাপন

অরুণ কুমার সাউ, কোলাঘাট : ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত "বন্দেমাতরম" মাতৃমন্ত্রের সার্ধশত বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে কোলাঘাট থেকে  তমলুক পর্যন্ত অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বাইক র‍্যালি। আগামী ১৩ থেকে ২১ ডিসেম্বর অনুষ…


অরুণ কুমার সাউ, কোলাঘাট : ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত "বন্দেমাতরম" মাতৃমন্ত্রের সার্ধশত বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে কোলাঘাট থেকে  তমলুক পর্যন্ত অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বাইক র‍্যালি। আগামী ১৩ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা ২৯তম বর্ষের "কোলাঘাট উৎসব ২০২৫" উপলক্ষ্যে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।রবিবার, ৭ ডিসেম্বর, কোলাঘাট থেকে প্রায় ছয় শতাধিক উৎসাহী মানুষকে নিয়ে এই বাইক র‍্যালি শুরু হয়। শোভাযাত্রার প্রথম গন্তব্য ছিল তমলুকের বানপুকুরের পাড়, যেখানে স্বাধীনতা সংগ্রামী মাতা মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন। সেখানে শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজিত হয়।এরপর শোভাযাত্রাটি পৌঁছায় আলিনান গ্রামে, মাতা মাতঙ্গিনী স্মৃতিবিজড়িত বসতভিটেতে। সেখানে দেশাত্মবোধক সংগীত, আবৃত্তি, নৃত্য এবং জাতীয়তাবোধের উপর বক্তৃতার মাধ্যমে মাতা মাতঙ্গিনী সহ স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী বিপ্লবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এক উৎসবের ও জাতীয়তাবোধের পরিবেশ সৃষ্টি হয়। র‍্যালিতে প্রায় তিন শতাধিক জাতীয় যেপতাকা বহন করা হয়। একই সঙ্গে, সমবেত কণ্ঠে "বন্দেমাতরম" ধ্বনি এবং লালপেড়ে সাদা শাড়ি পরিহিত প্রায় শতাধিক মহিলার সম্মিলিত শঙ্খধ্বনি এক বর্ণময় পরিবেশের সৃষ্টি করে।আয়োজকদের পক্ষে সম্পাদক বিশ্বনাথ ভূঁঞা বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হল ঋষি বঙ্কিমচন্দ্রের সৃষ্ট "বন্দেমাতরম" মাতৃমন্ত্রের সার্ধশত বর্ষ উদযাপন করা এবং এর মাধ্যমে বর্তমান প্রজন্মকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা।এই সমগ্র আয়োজনে মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।