অরুণ কুমার সাউ, তমলুক : দীর্ঘ কয়েকদিন রক্তদান শিবির না হওয়ায় তিন সপ্তাহ ধরে রক্ত সংকটে ভুগছিল পূর্ব মেদিনীপুর জেলার সদর তমলুক ব্লাড ব্যাংক। দুর্ঘটনাগ্রস্ত , অস্ত্রপাচার করতে আসা, থ্যালাসেমিয়া রোগীদের অভিযোগ, রক্তের চাহিদা থাক…
অরুণ কুমার সাউ, তমলুক : দীর্ঘ কয়েকদিন রক্তদান শিবির না হওয়ায় তিন সপ্তাহ ধরে রক্ত সংকটে ভুগছিল পূর্ব মেদিনীপুর জেলার সদর তমলুক ব্লাড ব্যাংক। দুর্ঘটনাগ্রস্ত , অস্ত্রপাচার করতে আসা, থ্যালাসেমিয়া রোগীদের অভিযোগ, রক্তের চাহিদা থাকা সত্ত্বেও রক্ত না মেলায় বিপাককে পড়েছিল তমলুক ব্লাড ব্যাংক। এই অবস্থায় রক্তের সংকট মোচনে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার ৬৯ তম আয়োজনে ইন হাউস ব্লাড ডোনেশন অনুষ্ঠিত হয় তমলুক মেডিকেল কলেজের সেমিনার হলে।
ব্লাড ব্যাংক থেকে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সৌমেন গায়েন রক্ত সংকটের খবর পেয়ে পুরো টিম নিয়ে আন্তরিক ভাবে এগিয়ে আসেন এবং দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে এই কর্মসূচি গ্রহণ করে।২জন মহিলা সহ মোট ৩০ জন এগিয়ে আসেন। এগিয়ে এলেন কোলাঘাট থেকে নবীন প্রজন্মের দুজন।হাসপাতালে ভর্তি রুগীর বাড়ির ২ জন রক্ত দিলেন। অন্যদিকে প্রথমবার রক্ত দিলেন ৪ জন। এদিন এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন কার্তিক সামন্ত , সুজন বেরা , অলোক মাইতি , সৌমেন গায়েন ও কৃষ্ণ প্রসাদ ঘড়া, গৌতম নন্দ, অপূর্ব জানা, অরবিন্দ মাইতি, মনোরঞ্জন মান্না, সুপর্ণা মজুমদার সহ অন্যান্যরা ।সদস্যদের আন্তরিক উপস্থিতিতে কর্মসূচি বাস্তবে রূপায়িত হয়েছে। সংগঠনের তরফে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান অন্যতম সদস্য সুজন বেরা।
পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেনটারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ চক্রবর্তী বলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে এইভাবে এগিয়ে এসে রক্তের সংকটমোচনের জন্য বারে বারে আহ্বান করা হচ্ছে। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বছরে প্রায় তিন চারবার ধরে ইন হাউস রক্তদান শিবির করে থাকে তমলুক ব্লাড ব্যাংকে। তমলুক ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে তরুণ বাবু বলেন সাধারন মানুষকে রক্তদানের জন্য এগিয়ে আসতে হবে তা না হলে এ ধরনের সংকট দূর করার খুব মুশকিল হয়ে পড়বে।


