Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাস্তার বেহাল দশা, ভোট বয়কটের ডাক স্থানীয়দের; পরিদর্শনে গিয়ে অবরোধের হুঁশিয়ারি দিলেন তমলুকের সাংসদ

কোলাঘাট ,কাজল মাইতি, দেশ মানুষ : রাস্তার বেহাল দশা, ভোট বয়কটের ডাক স্থানীয়দের; পরিদর্শনে গিয়ে অবরোধের হুঁশিয়ারি দিলেন তমলুকের  সাংসদ।দীর্ঘ প্রায় এক দশক ধরে মেরামতের অভাবে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ একটি রাস্তা…

কোলাঘাট ,কাজল মাইতি, দেশ মানুষ : রাস্তার বেহাল দশা, ভোট বয়কটের ডাক স্থানীয়দের; পরিদর্শনে গিয়ে অবরোধের হুঁশিয়ারি দিলেন তমলুকের  সাংসদ।

দীর্ঘ প্রায় এক দশক ধরে মেরামতের অভাবে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ একটি রাস্তা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া থেকে রায়চকপর্যন্ত দীর্ঘ প্রায় সাত কিলোমিটার রাস্তার বেহাল দশার জেরে চরম দুর্ভোগে এলাকার মানুষজন। এই পরিস্থিতিতেই রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাস্তার কাজ দ্রুত শুরু না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, ১৫-২০ দিনের মধ্যে কাজ শুরু না হলে জেলা পরিষদ অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন সাংসদও। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

​স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে এই রাস্তার কোনও কাজ হয়নি। পিচের আস্তরণ উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। প্রতিদিন এই বিধ্বস্ত রাস্তার উপর দিয়েই বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষজন যাতায়াত করেন। শুধু তাই নয়, অসুস্থ রোগীকেও দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হলে বারবার দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।


​এলাকাবাসীর অভিযোগ, সাইকেল, বাইক সহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও রাস্তার সম্প্রসারণ বা মেরামতের জন্য কোনও প্রকার সাড়া মেলেনি। এর ফলেই ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। রাস্তা অবিলম্বে সম্প্রসারণ না হলে আসন্ন ভোট বয়কটের ডাক দিয়েছেন তাঁরা।

​স্থানীয় মানুষজনদের কাছ থেকে রাস্তার করুণ পরিস্থিতি ও তাঁদের দুর্ভোগের কথা শোনেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশাসনকে চরম হুঁশিয়ারি দেন।

​সাংসদ বলেন, "স্থানীয়দের এই দুর্ভোগ মেনে নেওয়া যায় না। আমি জেলা প্রশাসনকে সময় দিচ্ছি। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে যদি রাস্তার কাজ শুরু না হয়, তবে জেলা পরিষদ অফিস ঘেরাও করে বৃহত্তর অবরোধের ডাক দেওয়া হবে।"

​সাংসদের এই পদক্ষেপ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম কুমার মালি এই পরিদর্শনকে নাটক বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, "উনি (সাংসদ) নাটক করতে এসেছেন। তিনি দীর্ঘদিন শীত ঘুমে ছিলেন। বাংলা বঞ্চনার শিকার। সাংসদ কোনওদিন সংসদে রাস্তা নিয়ে প্রশ্ন তুলেছেন? এখন ভোটের আগে উনি নাটক করতে এসেছেন।"

​এই পরিস্থিতিতে দেউলিয়া-রায়চক রাস্তার কাজ কত দ্রুত শুরু হয় এবং স্থানীয় মানুষজন ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেন কিনা, এখন সেটাই দেখার।