নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....মেদিনীপুরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হলো স্বর আবৃত্তি মেদিনীপুরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসারিত আলো। প্রতিষ্ঠানের দেড়শো ছাত্রছাত্রীরা নানা বিষয়ভিত্তিক আবৃত্তির কোলাজ পরিবে…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....মেদিনীপুরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হলো স্বর আবৃত্তি মেদিনীপুরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসারিত আলো। প্রতিষ্ঠানের দেড়শো ছাত্রছাত্রীরা নানা বিষয়ভিত্তিক আবৃত্তির কোলাজ পরিবেশন করেছে। এই দিন প্রকাশ পেয়েছে স্বর আবৃত্তির প্রযোজনায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ কে শ্রদ্ধা জানিয়ে 'শুধুই সুকান্ত'অ্যালবাম।প্রকাশ পেয়েছে ষষ্ঠ বর্ষ প্রথম সংখ্যা 'দোসর'।অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আবৃত্তির অনুষ্ঠান গুলি ছিল নজর কড়া। পিতার আশীর্বাদ ,স্মরণে সুকান্ত ,সোনার মেয়েরা ,ম্যাও, ভোকাট্টা, বীর সুভাষ ,শহীদ ক্ষুদিরাম, বারো মাসে তেরো পার্বণ,শক্তি রুপিনী মা,নানা দেশের নানা লোক,ছড়ার দেশে, সুনির্মল এর ছড়া, ভাইফোঁটা, ইত্যাদি নানা ধরনের কোলাজ সকলের মন জয় করেছে।উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা,সহকারী বিদ্যালয় পরিদর্শক সৌমেন ঘোষ,বিশ্বেশ্বর সরকার,জয়ন্ত সাহা,সত্য রঞ্জন ঘোষ,পার্থ মুখোপাধ্যায়,অরূপ ভুঁইয়া, স্বস্তি মুখোপাধ্যায় সহ অন্যান্য গুণী মানুষরা। কলকাতার বিশিষ্ট সংস্থা বৈচিত্র্য এর পক্ষ থেকে অরিন্দম মুখার্জি, সুদীপ্তা ও অপরাজিতা শ্রুতি নাটক পরিবেশন করেন। দেশ-বিদেশে আবৃত্তি নিয়ে ছুটে যাচ্ছেন শিল্পী সাম্য কার্ফা। সাম্য অসাধারণ আবৃত্তির ছন্দে মন ভরিয়ে রেখেছিল সমস্ত প্রেক্ষাগৃহের শ্রোতাদের। দোসরপত্রিকা উদ্বোধন করেন কবি নির্মাল্য মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন সৌমদীপ চক্রবর্তী। শুভদীপের চতুর্থ বই আবৃত্তির স্ক্রিপ্ট এর মোড়ক উন্মোচন উন্মোচন হয় এই মঞ্চে। স্বর আবৃত্তির কর্ণধার শুভদীপ বসু বলেন," বছরের প্রথমে আবৃত্তির এই অনুষ্ঠান শহরবাসীকে উপহার হিসেবে দিতে পেরে আমরা খুশি। অনুষ্ঠানে স্বর আবৃত্তির শিল্পীরা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে। প্রত্যেককে ধন্যবাদ জানাই।"অনুষ্ঠানে স্বর আবৃত্তির শিল্পীরা যারা জাতীয় স্তরে ও রাজ্য স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে তাদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশিতা চট্টোপাধ্যায় ও শতাব্দী গোস্বামী। সহ সঞ্চালনায় ছিলেন স্বর আবৃত্তির শিল্পী শ্রীজিতা ঘোষ ও সৌরিশ দাস। সুপর্ণা ব্যানার্জি, সুপর্ণা কোলে, শিবানী পাল, প্রাঞ্জলি দাস ,অরুন্ধতী সেন, মাধুশ্রী ঘোষ,শিলা মাহাপাত্র, সাখী বন্দ্যোপাধ্যায়,মুনমুন দাস,অঞ্জনা মাইতি,মিঠু কর্মকার ,রত্না মান্না, দেবশ্রী পন্ডা এর পরিবেশনায় কবিতার দেশে,আঞ্চলিক কবিতা ও অনুগল্প ছিল সুন্দর।স্বরলিপি, ছন্দম,কল্লোল,জাগরী,নটরাজ,রূপকম, নৃত্যাঞ্জলি,নৃতাঙ্গনা,মল্লার নৃতঙ্গন, সমিক সিংহ,স্বর আবৃত্তির পক্ষথেকে দীপক বোস, দীপা বোস ও মনীষা বোস সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।