অরুণ কুমার সাউ, ময়না : গ্রামীণ এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এক বিশেষ উদ্যোগ নিল দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের রামচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গ…
অরুণ কুমার সাউ, ময়না : গ্রামীণ এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এক বিশেষ উদ্যোগ নিল দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের রামচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোনাচক ১ নং প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয়। এই মহতী উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এসআরএমবি সৃজন প্রাইভেট লিমিটেড।এদিনের শিবিরে দোনাচক ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ৪১৭ জন মানুষ বিনামূল্যে চিকিৎসা সহায়তা গ্রহণ করেন। শিবিরে পরিষেবা প্রদান করা হয়েছে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন নির্ণয়, দন্ত পরীক্ষা ও অস্থিরোগের চিকিৎসা, রক্তের শর্করা (Sugar) পরীক্ষ, ইসিজি (ECG) এবং পালমোনারি ফাঙ্কশন টেস্ট, বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ
শিবিরে রোগীদের পরিষেবা দেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৌমস্নাত মাইতি, ডাঃ আকাশ কুমার মাইতি, ডাঃ সাত্যকি ঘোষ, ডাঃ সৌম্যদীপ মন্ডল এবং ডাঃ স্নেহা গুপ্তা। চিকিৎসক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা জ্যোৎস্না ভৌমিক, সংস্থার সভাপতি কমলকান্ত ভৌমিক, সম্পাদক শুভদীপ ভৌমিক, শান্তনু ভৌমিক, প্রবীর ভৌমিক, প্রদীপ মন্ডল, সুরজিৎ ভৌমিক, স্বপন ভৌমিক, নিবেদিতা ভৌমিক এবং উত্তম আদক সহ এলাকার বিশিষ্ট গুণীজনেরা।দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, "এলাকার মানুষকে সুস্থ রাখতে এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মূলত দুঃস্থ মানুষদের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই ছিল আমাদের লক্ষ্য। আগামীদিনে গ্রামবাসীর সুস্বাস্থ্য বজায় রাখতে আমরা এই ধরণের কর্মসূচি আরও গ্রহণ করতে বদ্ধপরিকর।” গ্রামের সাধারণ মানুষের জন্য আয়োজিত এই শিবিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উদ্যোক্তাদের এই মানবিক উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।