Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বনশ্রী রায় দাসের কবিতা গুচ্ছ

বনশ্রী রায় দাস
প্রহেলিকা     
সময়ের   ভাস্কর্যে খোদাই  করা কুয়াশা
অন্ধকারাচ্ছন্ন তরঙ্গের নীরবতা
                                 ভাসে চরাচরব্যাপী ।
এভাবেই হয়তো শেষ হয়ে যায়
                         একটি সভ্যতা ।
আমার মাতৃভাষার মত…


বনশ্রী রায় দাস
প্রহেলিকা     
সময়ের   ভাস্কর্যে খোদাই  করা কুয়াশা
অন্ধকারাচ্ছন্ন তরঙ্গের নীরবতা
                                 ভাসে চরাচরব্যাপী ।
এভাবেই হয়তো শেষ হয়ে যায়
                         একটি সভ্যতা ।
আমার মাতৃভাষার মতো
আমার দেশের  শতকোটি মানুষ
এবং তাদের আত্মতুষ্টির মতো।
#
চৌকাঠের অর্গলে অনর্গল বেজে যায়
বিপদ -সাইরেন ।
স্বার্থাণ্বেষী দৃষ্টিপাত  কেন্দ্র থেকে বৃত্তাংশ ।
ফুঁ  দিয়ে উড়িয়ে  দিতে চায় নিয়মকানুন ।
#
সবাই কেমন ঘোরের ভিতর
দিনদিন প্রতিদিন সার্কাসের  তাঁবু থেকে
বেরিয়ে  আসছে হিংস্র যন্তু ,
ছোবলের বিষ ছড়িয়ে  দিচ্ছে গলি
                                   থেকে রাজপথ ।
আর শতকোটি মানুষ বোধহীন   ,         গ্যাল্যারিতে বসে
উচ্ছাসে  করতালি দিয়ে চলেছি -- - -!
----------------
 অক্ষরের  ঘর বাঁধি আয়


                   বনশ্রী রায় দাস



যতই লাল হোক শীতের চোখ
আয় সখা, নিবিড় কেশরঙ মেঘাবৃত তরলে জ্যোৎস্না দিয়ে বসন্ত দেখি  ,
পালকবেশে প্রেম আমার উষ্ণতা মাখে
হেঁটে যায় গোপন কৃষ্ণ-কামরায়  ।

নাইবা পেলাম কংসাবতীর গোপনচর,
না হোক সুবর্ণ রেখার সঙ্গম লাভ,
মেঘ জন্ম নিয়ে ভাসে তারাবৃক্ষ - - -
বনলতার স্বপ্ন থাক নাটোরেই বিষাদ
                                  মগ্ন  আয়নায়।
#               
জানলা খোলা নীল নক্ষত্র ,
এই  বাড়িয়ে দিলাম ফুলকুমারী মনের জরি,
কাহিনি জড়িয়ে যৌবনের ঘুম হই ভীষণ  ।
অরণ্য নদীর খোলামেলা বুকে
শিশুবেলা পায়চারি করে
অক্ষর পথে মুগ্ধ চেতনায় বসতকরি আয়
                            আগামীর ঘরবাঁধি।