বসিরহাটে একই পরিবারের তিন জনের আত্মহত্যার চেষ্টা। বসিরহাট মহকুমার বসিরহাট থানার 22 নম্বর ওয়ার্ডের কদমতলার ঘটনা ।
জানা যায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সাধন মজুমদার (45)তার স্ত্রী ববিতা মজুমদার(40)ও তাদের একমাত্র ছেলে 8 বছরের রা…
বসিরহাটে একই পরিবারের তিন জনের আত্মহত্যার চেষ্টা। বসিরহাট মহকুমার বসিরহাট থানার 22 নম্বর ওয়ার্ডের কদমতলার ঘটনা ।
জানা যায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সাধন মজুমদার (45)তার স্ত্রী ববিতা মজুমদার(40)ও তাদের একমাত্র ছেলে 8 বছরের রাজ মজুমদার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সাধন পেশায় কাঠ ব্যবসায়ী ।সম্প্রতিকালে কয়েক লক্ষাধিক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। পাওনাদাররা প্রতিনিয়ত তাগাদা দিত বাড়িতে। অনুমান সেই মানসিক অবসাদে মজুমদার পরিবার গতকাল রাত বারোটা নাগাদ বিষ খায়।পরে পরিবারের আত্মীয়রা ডাকাডাকি করে কোনো উত্তর না পেয়ে ঘরের দরজা ভাঙে। দেখা যায় পরিবারের 3 সদস্য অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে পরে স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরজিকরে নিয়ে যাওয়া হয়।
পরিবার সূত্রে খবর গত দু'বছর ধরে ব্যবসার জন্য বাজারে বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ টাকা তুলেছিলেন। পাওনাদাররা সেই টাকা চাইতে আসতো ।না দিতে পারায় আত্মহত্যার চেষ্টা করে মজুমদার পরিবার।