পশ্চিমী ঝঞ্জা এবং পূবালী হাওয়া। দুটোর কারণে ভোররাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বেলা যত বাড়ছে বৃষ্টির পরিমাণ কত বাড়ছে।
নববর্ষের দিন ঝকঝকে রোদ উঠেছিল আকাশে। তবে বছরের শুরুতে বৃহস্পতিবারই পাল্টে যায় পরিস্…
পশ্চিমী ঝঞ্জা এবং পূবালী হাওয়া। দুটোর কারণে ভোররাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বেলা যত বাড়ছে বৃষ্টির পরিমাণ কত বাড়ছে।
নববর্ষের দিন ঝকঝকে রোদ উঠেছিল আকাশে। তবে বছরের শুরুতে বৃহস্পতিবারই পাল্টে যায় পরিস্থিতি। পশ্চিমি ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার প্রভাবে সকাল থেকে ছিল আকাশের মুখ ভার। শুক্রবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলাতে। এই জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আগেই জানিয়ে ছিল হাওয়া অফিস। সকাল থেকে বৃষ্টির প্রভাবে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা সমস্যায় পড়ে। রাস্তায় ধীরগতিতে যান চলাচল করছে। শনিবার দুপুরের আগে পরিস্থিতি উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।