এতো সাবধান ও দুর্ঘটনার পরেও হুশ ফেরেনি ৷ পরিবারের সদস্যদের সাথে নিয়ে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতা বশত পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির ৷ মৃত ব্যাক্তির নাম সন্দীপ ভট্টাচার্য(৪৪) ৷ বাড়ি মেদিনীপুর শহরের নগার চক এলাকায় ৷
মকর …
এতো সাবধান ও দুর্ঘটনার পরেও হুশ ফেরেনি ৷ পরিবারের সদস্যদের সাথে নিয়ে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতা বশত পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির ৷ মৃত ব্যাক্তির নাম সন্দীপ ভট্টাচার্য(৪৪) ৷ বাড়ি মেদিনীপুর শহরের নগার চক এলাকায় ৷
মকর সংক্রান্তিতে উত্সবে গা ভাসিয়ে ঘুড়ি ওড়াতে গিয়েছিলেন ৷ পরিবারের আরও কয়েকজন সঙ্গেই ছিলেন ৷ বাড়ির খোলা ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলেন বলেই দাবি পরিবারের ৷ সকাল থেকেই মকর সংক্রান্তিতে বাড়ির খাওয়া দাওয়ার আয়োজনে ছিলেন তিনি ৷ ওই সময় বাড়ির ছাদে একটি ঘুড়ি কেটে পড়তে দেখতে পেয়েছিলেন ৷ তারপরে দৌড়ে ছাদে উঠে সেই ঘুড়িকে ওড়ানোর চেষ্টা করতে গিয়েই বিপত্তি ঘটে ৷ সেই ঘুড়িকে উড়িয়ে অন্যের ঘুড়ি কাটার চেষ্টা করছিলেন ৷ ওই সময় পিছিয়ে পিছিয়ে পড়ে যায় ছোট গার্ডওয়ালে পা লেগে ৷ দোতলা ছাদ থেকে সোজা বিদ্যুতের তারে পড়ে সে ৷ পরে সেখান থেকে নিচে কংক্রিটের মেঝেতে আছাড় খায় সে ৷
ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে হাসপাতালেই তার মৃত্যু হয়।