সি এএ সমর্থনে পূর্বঘোষিত বিজেপির অভিনন্দন যাত্রাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড নন্দীগ্রামে। চন্ডিপুর থেকে নন্দীগ্রামে ঢোকার মুখেই রেয়া পাড়ার কাছে আটকে দিল দিলীপ অভিনন্দন যাত্রা। পুলিশের অনুমতি ছাড়াই বিজেপির অভিনন্দন যাত্রা শুরু হয়।…
সি এএ সমর্থনে পূর্বঘোষিত বিজেপির অভিনন্দন যাত্রাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড নন্দীগ্রামে। চন্ডিপুর থেকে নন্দীগ্রামে ঢোকার মুখেই রেয়া পাড়ার কাছে আটকে দিল দিলীপ অভিনন্দন যাত্রা। পুলিশের অনুমতি ছাড়াই বিজেপির অভিনন্দন যাত্রা শুরু হয়। তমলুক ও হলদিয়া sdpo নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নন্দীগ্রাম রেয়াপাড়ার কাছে ব্যারিকেড করে দেয় দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রা। এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তিতে জড়িয়ে যায় বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর দিলীপ ঘোষের সামনে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ বিজেপির।