ছাত্র সংঘর্ষে উত্তপ্ত মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আহত অধ্যাপক সহ বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র। গতকাল রাতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপককে পেটালো ছাত্র ছাত্রীরা।এমন ঘটনা ঘিরে উত্তপ্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। …
ছাত্র সংঘর্ষে উত্তপ্ত মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আহত অধ্যাপক সহ বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র। গতকাল রাতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপককে পেটালো ছাত্র ছাত্রীরা।এমন ঘটনা ঘিরে উত্তপ্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছাত্র ছাত্রীদের মারে আহত বাংলা বিভাগের অধ্যাপক সৌরিন বন্দ্যোপাধ্যায়। তিনি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্র ছাত্রীদের এক গোষ্ঠীর অভিযোগ বাংলা বিভাগের অধ্যাপক সৌরিন বন্দ্যোপাধ্যায় ছাত্র ভর্তি নিয়ে স্বজনপোষণ করছেন।সেই কারণে তারা প্রতিবাদ করলে ছাত্র ছাত্রীদের অপর গোষ্ঠী বাধা দেয়। বাগবিতণ্ডার মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। আর এই ঘটনায় তিনজন ছাত্র আহত হয়। তারা দাবী করেন অধ্যাপককে তারা কোন আঘাত করে নি। অপর ছাত্র গোষ্ঠীর অভিযোগ বাংলা বিভাগের অধ্যাপককে মারধোর করা হয়েছে। তারা কোন সংঘর্ষ করেনি। পুরো ঘটনা ইংরেজবাজার থানাতে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সাথে তৃণমূল ছাত্র পরিষদ কোনভাবে যুক্ত নয় বলে দাবী করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।