Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্বোধন হল অবজার্ভেশন ওয়ার্ড।

মেদিনীপুর:- মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহষ্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন হল অবজার্ভেশন ওয়ার্ড। উদ্বোধন করেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা জেলাশাসক রশ্মি কমল।

 এছাড়াও ছিলেন উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক দীননারায়ন ঘোষ,…


মেদিনীপুর:- মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহষ্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন হল অবজার্ভেশন ওয়ার্ড। উদ্বোধন করেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা জেলাশাসক রশ্মি কমল।

 এছাড়াও ছিলেন উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক দীননারায়ন ঘোষ,অতিরিক্ত জেলাশাসক প্রতিমা দাস, উত্তম অধিকারী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র প্রমুখ।

জেলাশাসক রেশমি কমল জানিয়েছেন, ইমারজেন্সিতে যেসব রোগীরা আসবেন তাদের প্রথমে এখানেই রাখা হবে। এখান থেকে যাদের প্রয়োজন মনে হবে তাদের ওয়ার্ডে স্থানান্তর করা হবে। নয়তো এখান থেকেই সুস্থ করে বাড়ি ফেরত পাঠানো হবে। ধাপে ধাপে পুরো ইমারজেন্সি বিভাগকেই এখানে নিয়ে আসা হবে । ১০০ টি বেডের পরিকল্পনা থাকলেও আপাতত ৭০ টি বেড নিয়ে ওই ওয়ার্ড চালু হয়েছে।