Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা- পলাশের আগুন আকাশ

পলাশের আগুন আকাশ অমৃত মাইতি ------------ ছােটবেলা থেকেই পলাশ আমাকে খুব টানে। বাড়ীর থেকে একটু এগিয়ে ললেই ন্যাড়া পলাশ ফুলের গাছটা মাথায় এক আকাশ আগুন নিয়ে দাঁড়িয়ে কতাে, কুড়ােতাম, গন্ধহীন পলাশ চুমু খায় আমার। এখন পলাশ দেখলে …


পলাশের আগুন আকাশ
অমৃত মাইতি
------------
ছােটবেলা থেকেই পলাশ আমাকে খুব টানে। বাড়ীর থেকে একটু এগিয়ে
ললেই ন্যাড়া পলাশ ফুলের গাছটা মাথায় এক আকাশ আগুন নিয়ে দাঁড়িয়ে
কতাে, কুড়ােতাম, গন্ধহীন পলাশ চুমু খায় আমার। এখন পলাশ দেখলে ব্যথায়
মােচড় দেয় বুক।
ছােট্ট কুঁড়ে ঘরটিতে ঝুমা আর তার বর থাকে। পীড়াকাটায় ওদের
বাড়ী । একবার গাড়ীর টায়ার পাল্টাতে গিয়ে দাঁড়িয়ে পড়ি, ওদের বাড়ীর সামনে
সেই পলাশ গাছ। দাঁড়ালাম তার নীচে। আলাপ হল সহজ সরল । চোখে মুখে
ভয়ের ছাপ নেই। কি বা আছে তাদের। ভয়ের কি থাকতে পারে। ঝুমার বরের
শ্ৰেণী বােধ দারুণ। কথায় কথায় জানলাম তারা খুব খুশী। কারণ তারা কালাে
ঠিকই কিন্তু চাঁদনী রাতে চাঁদের আলাে তাদের গা চাটে। বড়লােক নয় কিন্তু বড়
মন তাদের। পরে একবার গিয়েছিলাম ঐ রাস্তা ধরে তখন সারা জঙ্গল মহল জুড়ে
সন্ত্রাস। হঠাৎ ঝুমার বাড়ীর সামনে দাঁড়িয়ে পড়ি। বাড়ীর উঠোনে সেই পলাশের
মাথায় আগুন আকাশ, কিন্তু একি দেখছি ঝুমার মাথায় সিঁন্দুর নেই। তাকালাম
তার দিকে। সেও চিনতে পেরেছে আমাকে, তার চোখে জল। আমারও সেই
একই অবস্থা। পাশের এক বুড়ি বললে ক'দিন আগে কুমার বরটাকে ডেকে নিয়ে
গেল ওরা। এখনাে মাঠের আলে চাপ চাপ রক্ত।
মুখ থেকে বেরিয়ে এলাে পলাশের আগুন আকাশ অথচ ঝুমার সিঁথিতে
আজ আর সিন্দুর নেই।