Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেশিয়াড়িতে জলে ডুবে মৃত্যু এক যুবকের

জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। অল্পের জন্য রক্ষা পেল তার ছেলে। বুধবার রাতে কেশিয়াড়ি থানার মামিদপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কালীচরন মুর্ম্মু(৩২)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, প্রত্যেক দিনের মতো বাড়ির কাছে মোরাম…


জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। অল্পের জন্য রক্ষা পেল তার ছেলে। বুধবার রাতে কেশিয়াড়ি থানার মামিদপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কালীচরন মুর্ম্মু(৩২)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, প্রত্যেক দিনের মতো বাড়ির কাছে মোরাম খাদানের  পুকুরে বুধবার দুপুর নাগাদ স্নান করতে নামে। সঙ্গে ছিল তার সাত বছরের ছেলেকে। ছেলেকে নিয়ে এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় দুজনকেই ডুবতে দেখে পরিবারের অন্য সদস্যেরা। কালিচরণের ভাই ছেলেটিকে কোনও রকমে উদ্ধার করলেও দাদাকে উদ্ধার করতে পারেনি। গ্রামবাসীরা পুকুরে নেমে দীর্ঘক্ষণ  খোঁজ চালালেও না পেয়ে পুলিশ ও প্রশাসনে জানানো হয়। রাতে ডুবুরি এসে পুকুর থেকে উদ্ধার করে মৃতদেহ। পরিবারের বক্তব্য প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় থাকতেন কালিচরণ। পুকুরে ছেলেকে নিয়ে  মদ্যপ অবস্থায় স্নান করতে নেমেছিল। যার জেরে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে কেশিয়াড়ি থানার পুলিশ।