গতকাল মধ্যরাতে তমলুক থানার রামতারকে 41নম্বর জাতীয় সড়কে স্করপিও গাড়ির সঙ্গে মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত 4 আহত 2 জন। আহত 2জনকে তমলুক জেলা হাসপাতাল হয়ে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ছোট অলটো গাড়িটি হুগলির খানাকুল থেকে …
গতকাল মধ্যরাতে তমলুক থানার রামতারকে 41নম্বর জাতীয় সড়কে স্করপিও গাড়ির সঙ্গে মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত 4 আহত 2 জন। আহত 2জনকে তমলুক জেলা হাসপাতাল হয়ে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ছোট অলটো গাড়িটি হুগলির খানাকুল থেকে দিঘার দিকে যাচ্ছিল।
জানা যায়,হুগলির খানাকুল থেকে দীঘা যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের রামতারক 41 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত 4 আহত 2। বুধবার গভীর রাতে হুগলির খানাকুল থেকে ছয় ব্যক্তি একটি গাড়িতে করে দিঘার পথে রওনা দেয়। তমলুক থানার রামতারক এর কাছে 41 নম্বর জাতীয় সড়কের পাশেই একটি লরি মাছ বোঝাই করে জাতীয় সড়কের ওঠার সময় দ্রুত গতিতে আসা পর্যটকদের গাড়িটি ধাক্কা মারে লরি টিকে। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহত তিনজনকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের নাম দীপঙ্কর বর, প্রসেনজিত দিগের, রাজকুমার পন্ডিত, দিলীপ সামন্ত। মৃত ব্যক্তিদের প্রত্যেকের বাড়ি খানাকুল থানার ময়াল এলাকায়।আশঙ্কাজনক অবস্থায় দুজনকে তমলুক জেলা হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।