সামনেই পৌরসভার ভোট। তবে পৌরসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করেননি রাজ্য নির্বাচন কমিশন।
তাম্রলিপ্ত পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সোমবার তমলুকের ১২ নম্বর ওয়ার্ডে সংশোধনী নাগরিকত্ব আইন নিয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপি রাজ্য সম্…
সামনেই পৌরসভার ভোট। তবে পৌরসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করেননি রাজ্য নির্বাচন কমিশন।
তাম্রলিপ্ত পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সোমবার তমলুকের ১২ নম্বর ওয়ার্ডে সংশোধনী নাগরিকত্ব আইন নিয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। বিজেপির কর্মী-সমর্থকদের নিয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু বেশ কিছুটা পথ হেঁটে সি এএ,এন আর সি নিয়ে প্রচার চালান। সায়ন্তন বসু বলেন, হিন্দু বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়, হিন্দু বাঙালি শরণার্থীদের সম্মান দেওয়ার বিষয় গুলিই হল নাগরিকত্ব আইন। এবার তাম্রলিপ্ত পৌরসভার নির্বাচনে বিজেপি ভালো ফল করবে এমনটাই বলেন জেলার দায়িত্বে থাকা বিজেপি নেতা সায়ন্তন বসু।
উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে তাম্রলিপ্ত পৌরসভার কুড়ি টি ওয়ার্ডের মধ্যে দশটিতে বিজেপি ইতিমধ্যেই এগিয়ে রয়েছে। সি এ এ, এনআরসি প্রচার চালানোর আগে সোমবার সকালে তমলুকের 10 নম্বর ওয়ার্ডে মন্ডল সভাপতি এবং বিজেপি নেতৃত্বদের নিয়ে একটি বৈঠকও করেন বিজেপির নেতা সায়ন্তন বসু।