Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নদীতে মাছ ধরতে গিয়ে ধরা পড়লো জ্যান্ত ইলিশ

জ্যান্ত ইলিশ ধরা এক ভাগ্যের ব্যাপার।কারণ ইলিশ মাছ জালে ধরা পরে মরে যায়। ধরার পরও জ্যান্ত অবস্থায় পাওয়া অবিশ্বাস্য ঘটনা। কিন্তু এমনই
একটা অসম্ভব ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরে হলদিয়ার কুকড়াহাটির হুগলি নদী তে।
জানা যায় হুগলী নদী…


 জ্যান্ত ইলিশ ধরা এক ভাগ্যের ব্যাপার।কারণ ইলিশ মাছ জালে ধরা পরে মরে যায়। ধরার পরও জ্যান্ত অবস্থায় পাওয়া অবিশ্বাস্য ঘটনা। কিন্তু এমনই
একটা অসম্ভব ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরে হলদিয়ার কুকড়াহাটির হুগলি নদী তে।
জানা যায় হুগলী নদীতে মাছ ধরার  সময় একসঙ্গে দুটো ইলিশ ধরা পড়ে সুতাহাটার বাসিন্দা হারাধন দাসের জালে। জ্যান্ত ইলিশ দেখে প্রথমে অবাক হয়ে যায় কারণ ইলিশ মাছ ধরার সঙ্গে সঙ্গে মারা যায় কিন্তু এই দিন ধরা ইলিশ মাছ গুলো অনেকক্ষণ বেঁচে ছিল। ধরা পড়া ইলিশ মাছের একটির ওজন দেড় কিলোর বেশি। অন্যটির ওজন এক কিলোর মতো। জালে পড়া মাছ দু’টি অনেক সময় জ্যান্ত ছিলো, জ্যান্ত ইলিশ মাছ দেখে সকলেই অবাক হয়ে যায়।  জ্যান্ত ইলিশ দেখতে সোমবার বিকেলে ভিড় পড়ে কুকড়াহাটি নদীর পাড়ে। যদিও ইলিশ মাছ দু’টির দাম সেভাবে পাওয়া যায়নি। আড়াই তিন হাজার টাকা কিলোর জায়গায় জ্যান্ত ইলিশ মাছ দু’টি বিক্রি হয়েছে দেড় হাজারেরও কম টাকায়। কেজি ১৪০০ টাকা হিসেবেই এদিন ইলিশ মাছ দুটি বিক্রি হয়েছে।
হারাধন দাস এর কথা এতদিন মাছ ধরেছি জ্যান্ত ইলিশ পাইনি আজকে যা হলো তা সত্যি অবাক কান্ড। তবে মাছ জ্যান্ত হলেও সেভাবে দাম উঠেনি।