দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার করল দিঘা মোহনা থানার পুলিশ ও নুলিয়ারা।রবিবার দুপুর সাড়ে বারটা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা থানার সিহক ঘোলার নিকট। উদ্ধার হওয়া পর্যটকের নাম কৃষ্ণেন্দু ঘোষ। বয়…
দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার করল দিঘা মোহনা থানার পুলিশ ও নুলিয়ারা।রবিবার দুপুর সাড়ে বারটা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা থানার সিহক ঘোলার নিকট। উদ্ধার হওয়া পর্যটকের নাম কৃষ্ণেন্দু ঘোষ। বয়স ২৮ বছর। বাড়ি হাওড়া জেলার উলবেড়িয়ার ওল্ড হসপিটাল পাড়ায়।কর্মরত পুলিশ ও নুলিয়ারা দেখতে পায় যুবকটি মাঝ সমুদ্রে তলিয়া যাচ্ছে। দেখতে পেয়ে নুলিয়ারা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, পরিবারের সাথে ঝগড়া ঝাটি করে দিঘায় চলে আসে।
দুপুরে দিঘার সমুদ্রে সে আত্মহত্যার চেস্টা করে। কর্মরত পুলিশ ও নুলিয়ারা দেখতে পেয়ে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করে। রাজ্য সরকার দিঘাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একের পর এক উন্নয়ন করে চলেছে। আর সেই কারনেই দিঘার সমুদ্রে পর্যটকদের ভীড় দিনে দিনে বেড়েই চলেছে। পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ, নুলিয়া, সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। তাদের কড়া নিরাপত্তায় অনেক পর্যটকেরা মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছে।।