সুখ
মালবিকা মজুমদার
.......
ইচ্ছে গুলো ভীষণ গোপন রেখে
সুখ খুঁজে ফেরে নিয়নের বাঁকা গলিপথ
স্বপ্নের মাদকতা ভরা ঝাপসা চোখে
চাঁদকে মুঠোয় আটকে ভাবে বন্দী শাশ্বত
ধানের শিষে ভোরের শুক্লা মুক্তো গাঁথে
মেঘের মলাট খোলে চোখের তারায়
চেতনার প…
সুখ
মালবিকা মজুমদার
.......
ইচ্ছে গুলো ভীষণ গোপন রেখে
সুখ খুঁজে ফেরে নিয়নের বাঁকা গলিপথ
স্বপ্নের মাদকতা ভরা ঝাপসা চোখে
চাঁদকে মুঠোয় আটকে ভাবে বন্দী শাশ্বত
ধানের শিষে ভোরের শুক্লা মুক্তো গাঁথে
মেঘের মলাট খোলে চোখের তারায়
চেতনার পাখি শিকল ছিঁড়ে ফেললে
একটা বিশ্বস্ত নির্ভরশীল আশ্রয় চায়।
***********
অমনিবাস
মালবিকা মজুমদার
জানলার খড়খরি দরজার পেলমেট
আগমনী কড়িকাঠ খিড়কি সদরের তান
বাতাসের আলণায় রাখা আছে আমাদের স্মৃতির অমনিবাস হারানোর গান।