Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রুদ্র আচার্য্যএর কবিতা গুচ্ছ

রুদ্র আচার্য্য 
বাংলাদেশ
........

"সেই সে কবে  "

এখন,আর স্বপ্ন দেখি না-
দেখেছি, সেই সে কবে।
ভোরের কাক,চৈত্রের দুপুর
ডাবজলের লোভে।।।

এখন,আর শব্দ খুঁজি না-
খুঁজেছি, সেই সে কবে।
তুমি ছিলে,চাঁদ ছিলো
আর ছিলো সবে।।

এখন,আর আম…


রুদ্র আচার্য্য 
বাংলাদেশ
........

"সেই সে কবে  "

এখন,আর স্বপ্ন দেখি না-
দেখেছি, সেই সে কবে।
ভোরের কাক,চৈত্রের দুপুর
ডাবজলের লোভে।।।

এখন,আর শব্দ খুঁজি না-
খুঁজেছি, সেই সে কবে।
তুমি ছিলে,চাঁদ ছিলো
আর ছিলো সবে।।

এখন,আর আমায় বুঝিনা-
বুঝেছি, সেই সে কবে।
যখন বলা হত,কথা যত
খেঁয়ালী আবেগে।।

***************

"আবদার"
         
বয়স তার ছত্রিশ হোক,
হোক সে শ্রীহীন  হোক
হোক পাগল,চির-রোগী হোক
বিধবা হোক, ধর্ষিতা হোক
বন্ধ্যা কিংবা কুমারী হোক।
হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান হোক
আস্তিক, নাস্তিক -পূজারী হোক
হোক সে, যা-ই হোক...
 মদ্যপ হোক, ধূমপায়ী হোক
নর্তকী কিংবা পতিতা হোক।

শুধু আমার প্রিয়া হোক,
মন থেকে নারী হোক-
সুন্দর একটা মন হোক তার,
সামান্যটুকু ভালোবাসা-ই
কেবল হবে আবদার।।
…….............