Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মি. ট্রাম্প, "আসল ভারত এই দেওয়ালের পিছনে!":এস এফ আই

আগামী ২৪শে ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ।
মার্কিন প্রেসিডেন্ট  ভারত সফরে এসে আহমেদাবাদ ভ্রমণের কোন অসুবিধে না হওয়ার জন্য একটি বস্তি উপর দিয়ে বড় প্রাচীর নতুন ভাবে তৈরি হচ্ছে। সূত্রের খবর যাতে ব…


আগামী ২৪শে ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ।
মার্কিন প্রেসিডেন্ট  ভারত সফরে এসে আহমেদাবাদ ভ্রমণের কোন অসুবিধে না হওয়ার জন্য একটি বস্তি উপর দিয়ে বড় প্রাচীর নতুন ভাবে তৈরি হচ্ছে। সূত্রের খবর যাতে বস্তিবাসীর কোন অসুবিধে না হয় সেই উদ্দেশ্যে এই দীর্ঘ প্রাচীর। ৪০০ মিটার দীর্ঘ সাত ফুট উঁচু এই প্রাচীর। জানা যাচ্ছে ওই বস্তিতে আনুমানিক ৮০০ পরিবার বাস করে।

ভারতের কমিউনিস্ট পার্টি ছাত্র সংগঠন এস এফ আই কটাক্ষ করে টুইট করে লিখেছে, "মি. ট্রাম্প, আসল ভারত এই দেওয়ালের পিছনে!"


সূত্রের খবর, ২৪ এবং ২৫ তারিখ দিল্লি এবং আহমেদাবাদ থাকবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ডোনাল ট্রাম্পের এটা প্রথম সফর।সঙ্গে আসবেন 'ফার্স্ট লেডি' ডোনাল্ড পত্নী মেলানিয়া ট্রাম্প।

সরকারি সূত্রের খবর, গত বছর হিউস্টনে নরেন্দ্র মোদীকে সম্বর্ধনা জানতে হাউদি মোদি নামে এক সমাবেশ আয়োজন করেছিল ট্রাম্প প্রশাসন। সেই রকম আমেদাবাদ এ ট্রাম্পকে কেম চো ট্রাম্প নামে একটি সমাবেশ আয়োজন করা হয়েছে, যেখানে লাখ লাখ মানুষের সমাবেশ হবে।