Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শাশ্বতী ভট্টাচার্য্যএর কবিতা গুচ্ছ

* বই মেলা *
                                 শাশ্বতী ভট্টাচার্য্য

বই আমাদের খুব প্রিয় বই হল জ্ঞানের ভান্ডার,
বই পড়ার মাধ্যমেই হয় জ্ঞানের প্রসার।

আগেকার দিনে যারা থাকত বইয়ের মধ্যে ডুবে,
বাড়িতে বলত বইযের মধ্যে সারাদিন থাকলে চলবে ক…


* বই মেলা *
                                 শাশ্বতী ভট্টাচার্য্য

বই আমাদের খুব প্রিয় বই হল জ্ঞানের ভান্ডার,
বই পড়ার মাধ্যমেই হয় জ্ঞানের প্রসার।

আগেকার দিনে যারা থাকত বইয়ের মধ্যে ডুবে,
বাড়িতে বলত বইযের মধ্যে সারাদিন থাকলে চলবে কী তবে।

কিন্তু তারা লিখেছেন কত শত বই,
বইমেলা ছাড়া সে সব বই প্রকাশ পেত কই।

এখন এসেছে Fb এর মাধ্যমে যোগাযোগ এসেছে কত পত্রিকা,
বইমেলাতে আত্মপ্রকাশ করে কত নতুন প্রতিভা।

নতুন নতুন কবি সাহিত্যিক যারা লিখতে চায়,
প্রকাশকরা স্টল দিয়েছে এই মেলায়।

বই প্রেমী পাঠকেরা পায় বিভিন্ন মাপের পুঁথি,
বইমেলা হল সৃষ্টির সম্ভার কবিতার মালা গাঁথি।

পৃথিবীতে কোন কিছুতেইবইয়ের জুড়ি মেলা ভার,
বই হল জ্ঞানক্ষেত্র পাঠকদের আনন্দ দেবার।

বিনোদনের যুগে যখন সাহিত্য চর্চা হতে চলেছে বিলিন,
বইমেলা হল পাঠকদের জন্য আসল জমিন।

পুস্তকমেলায় মুক্তমঞ্চে হয় নতুন নতুন বইয়ের প্রকাশ,
তাছাড়া নাচ গান ও বিভিন্ন গানেরও হয় বিকাশ।

মঞ্চে সম্মান পায় বিভিন্ন গুণীজন ও কবি সাহিত্যিক,
সুদূর প্রসারিত হয় বই পিপাসু মানুষের জ্ঞান ভিত্তিক।

মেলার মাধ্যমে হয় সব ধর্মের মিলন সমাবেশ,
দেশ যত শিক্ষিত হবে, তবেই ফিরবে সাহিত্যের রেশ।

তাই বইমেলা হোক আরও দীর্ঘায়িত,
পরের বছর এই মেলা হোকআরও পরিনত।।
…..….....….....

||ভালোবাসা||
                                      শাশ্বতী ভট্টাচার্য্য

তুমি আমার মনের মাঝে ছোট্ট সুখের আশা,
তুমি আমার কাছের সে জন ছোট্ট ভালোবাসা।

তুমি আমার চোখের মনি চোখের তারা সই,
আমার যত মান অভিমান সব কান্না দিয়ে ধুই।

তোমার সাথে সখ্য আমার সকাল সন্ধ্যা বেলা,
তুমি ছাড়া বৃথাই জীবন বৃথাই সকল খেলা।

তোমার জন্য হৃদয় নাচে ময়ূরের মত আজিকে,
বৃষ্টি ভেজা সারা বেলা বৃষ্টিতে খুঁজি নিজেকে।

নিজের মধ্যে নেই আমি তাই  নিজেকেই খুঁজে চলি,
আকাশ বাতাস,উথাল পাতাল সবই আকুলি বিকুলি।

মন যেন নেই মনের মধ্যে খোঁজে ভালোবাসার জন,
মন ভরুক প্রেম দিয়ে ভালোবাসায় ভরুক এ জীবন।

ভালোবাসা পারে ভালবোধ আনতে মানুষের মনে,
ভালোবাসা পারে পরিবর্তন আনতে চরিত্র গঠনে।

ভালোবাসা হলো বড় প্রতিবাদ মানুষের সব থেকে বড় হিম্মত,
ভালোবাসা হলো বিদ্রোহ যা মানুষকে পারে শুদ্ধ করতে এর নেই কোন দ্বিমত।।