Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীপক জানার কবিতা গুচ্ছ

আড়ি      ।।     দীপক জানা

সর্বনাশে পড়বি যদি পথ
পলাশ পোড়া যন্ত্রণা শপথ
বুকের ভেতর ডুব সাঁতারে আলো
তুই মেয়েটা ভীষণ রকম ভালো

ঠোঁট মদেতে সূর্যমুখী হাসি
ও নাবিক ভাই, তোর নাওয়ে নয় বসি
বসবে বলেই আকাশ পাড়ার মেঘ
হারিয়েছে পথ ওই তো…


আড়ি      ।।     দীপক জানা

সর্বনাশে পড়বি যদি পথ
পলাশ পোড়া যন্ত্রণা শপথ
বুকের ভেতর ডুব সাঁতারে আলো
তুই মেয়েটা ভীষণ রকম ভালো

ঠোঁট মদেতে সূর্যমুখী হাসি
ও নাবিক ভাই, তোর নাওয়ে নয় বসি
বসবে বলেই আকাশ পাড়ার মেঘ
হারিয়েছে পথ ওই তো চেয়ে দ্যাখ

দেখতে দেখতে সোঁদল সর্বনাশী
কৃষ্ণচূড়ার নীচেই পাশাপাশি
আমি তুমির সরবতে যে লীন
পুড়তে পুড়তে সেই রাত সেইই দিন

দিনগুলো সব ফুরোয় তাড়াতাড়ি
নটে গাছটা মুড়োয়, করে আড়ি
আড়ির কারন? করলি কেন দেরি?
ছেলে তখন ভীষণ রকম সরি

............


রূপ সাধন  ।।  দীপক  জানা

আসা যাওয়ার সূক্ষ্মপথে সাধন কথন
প্রেম পদাবলী গায়, শিৎকার
সুষুম্নাকাণ্ডে জাগে স্রোত
আনন্দময়

ঢেউ-এর ঝুটি ধরে নাউ বাইলে
সিন্ধুর দোল
তন্ত্রীতে ওঁ নাদ
কায়াময় ঐষি প্রাসাদ

দুই তার এক হয়ে গেলে
অর্ধনারীশ্বর
এক হাতে আগুন, অন্যতে জল
দহনকথা লুপ্ত এখন
আগুনে আগুন মিশে জ্যোতি
শিখা কেঁপে ওঠে
ব্রহ্মময় সাধন সমর
ললাটে স্থাপন হোক প্রেম সারাৎসার ।