তৃণমূলের কর্মী সভা থেকে কাঁথি পৌরসভা ২১-০ করার ডাক দিল রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।
১৯৯৫ সালে সিপিএম তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে কাঁথি পুরসভার ভোট প্রচারে নিয়ে এসেছিলেন।জ্যোতি বসুর মতো 'ন্যাশনাল লিডার' …
তৃণমূলের কর্মী সভা থেকে কাঁথি পৌরসভা ২১-০ করার ডাক দিল রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।
১৯৯৫ সালে সিপিএম তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে কাঁথি পুরসভার ভোট প্রচারে নিয়ে এসেছিলেন।জ্যোতি বসুর মতো 'ন্যাশনাল লিডার' কাঁথির সিএস ময়দানে ভগবানপুর, মুগবেড়িয়া, খেজুরি থেকে লোক নিয়ে মাঠ ভরিয়েছিল।তাঁর মতো বড়ো মাপের 'ন্যাশনাল লিডার' এখানে জনসভা করে কাঁথির মানুষকে ও কাঁথি পুরসভাকে টলাতে পারেনি।আরও তার আগে চলে যান ১৯৮৭ সালে ধনদিঘীর ফাঁকা মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে আনা হয়েছিল শিশিরবাবুর গদিকে টলানোর জন্য।ভোট প্রচারের জন্য আমার বাড়ি পর্যন্ত মাইক বাঁধা হয়েছিল।তাঁর মতো বড়ো লিডার গদি টলাতে পারেনি।জেতাতে পারেনি তাঁর মনোনীত প্রার্থীকে।।আর এরা তো কোন ছার! আমার জ্ঞানত জানা নেই, এদের থেকে বড়ো লিডার এ বাজারে আছে কি না? তাই কার্যত তিনি নিজের গড়ের মাঠে দাঁড়িয়ে আসন্ন কাঁথি পুরসভার কর্মী সম্মেলনে পুনরায় ২১-০ করার ডাক দিলেন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
আসন্ন কাঁথি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কাঁথি তৃণমূল কংগ্রেসের ডাকে বর্ধিত কর্মীসভায় কাঁথি শহরে। কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর, জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস সহ তৃণমূলের নেতৃত্বরা।