রক্তের সংকট মেটাতে রক্ত দিতে এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ।।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় পুলিশের উদ্যোগে শুরু হয়েছে রক্তদান শিবির। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি থানা আল…
রক্তের সংকট মেটাতে রক্ত দিতে এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ।।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় পুলিশের উদ্যোগে শুরু হয়েছে রক্তদান শিবির। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি থানা আলাদা আলাদা করে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে। এরই পাশাপাশি রবিবার পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তরে কালেক্টর স্টাফ রেক্রিয়েশন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে জেলাশাসক পার্থ ঘোষ রক্ত দিয়ে উৎসাহিত করেন সমস্ত আধিকারিক এবং কর্মচারীদের মধ্যে। পূর্ব মেদিনীপুর জেলায় রক্তের একটা চাহিদা বরাবরই রয়েছে। বিশেষ করে গ্রীষ্মের সময় রক্তের চাহিদাটা অনেকটাই বাড়ে। তার ওপর কোন ভাইরাসের কারণে চলছে লকডাউন। ফলে বিভিন্ন সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করতে পারছেনা। সেই কারণেই জেলা প্রশাসন এবং জেলা পুলিশ এগিয়ে এসেছে রক্তদানে। এদিন প্রায় 30 জন রক্ত দান করেন।