অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাম্রলিপ্ত পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুফিয়া বেগম।।
লকডাউন এর ফলে বেশিরভাগ মানুষ গৃহবন্দী। তাম্রলিপ্ত পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুফিয়া বেগম তাই বাড়ি বাড়ি পৌঁছে…
অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাম্রলিপ্ত পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুফিয়া বেগম।।
লকডাউন এর ফলে বেশিরভাগ মানুষ গৃহবন্দী। তাম্রলিপ্ত পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুফিয়া বেগম তাই বাড়ি বাড়ি পৌঁছে দিলেন চাল ডাল এবং আলু। পাশাপাশি কাউন্সিলার আবেদন করেন প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে যাতে করে বাড়ির বাইরে না বেরোয়। মারাত্মক এই ভাইরাস ছড়িয়ে পড়ছে চারিদিকে ফলে তমলুক শহরের মানুষকে ঘর বন্দী থাকার আবেদন জানান কাউন্সিলর। এদিন তিন কিলো চাল দু কিলো আলু 500 ডাল প্রতিটি পরিবারের হাতে তুলে দেন। প্রায় হাজার পরিবার রয়েছে তমলুক পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। পরবর্তী দিনে পাশে থাকার আশ্বাস দেন কাউন্সিলর সুফিয়া বেগম।