লকডাউন এর সুযোগ নিয়ে মোবাইল এর মাধ্যমে বারো হাজার আটশো টাকা মহিলার একাউন্ট থেকে হাতিয়ে নিল প্রতারক।।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিঙ্ক ক্যাব চালু করেছিলেন দু'বছর আগে পূর্ব মেদিনীপুর জেলায়। শুধুমাত্র মহিলারা ব্যাংক ল…
লকডাউন এর সুযোগ নিয়ে মোবাইল এর মাধ্যমে বারো হাজার আটশো টাকা মহিলার একাউন্ট থেকে হাতিয়ে নিল প্রতারক।।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিঙ্ক ক্যাব চালু করেছিলেন দু'বছর আগে পূর্ব মেদিনীপুর জেলায়। শুধুমাত্র মহিলারা ব্যাংক লোন করে পিঙ্ক ক্যাব চালিয়ে পূর্ব মেদিনীপুর জেলার মহিলারা অর্থ উপার্জন করবেন। সেইমতো কোলাঘাট থানার যোগীবেড় গ্রামের শিপ্রা পাত্র লোন করে একটি পিঙ্ক ক্যাব গাড়ি কিনে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় লকডাউন চলছে সারা দেশ জুড়ে। ফলে বাড়িতেই বসে থাকতে হচ্ছে শিপ্রা পাত্রকে। গতকাল সোমবার সকালে একটি ফোন আসে। একটি ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে ওই মহিলাকে বলা হয়, এই সময় লকডাউন চলছে এটিএম এর নাম্বার পরিবর্তন করতে হবে তাহলেই আপনি বাড়িতে বসে টাকা পেয়ে যাবেন। কোন কিছু বুঝে ওঠার আগেই এটিএম কার্ডের নাম্বার বলে দেয় এবং পরে একটি ওটিপি এলে সেটিও বলে দেয়। সঙ্গে সঙ্গে একাউন্ট থেকে দশ হাজার টাকা এবং পরবর্তী সময়ে দেড় হাজার, 500, 500 এবং 300 মোট বারো হাজার আটশো টাকা অ্যাকাউন্ট থেকে চলে যায়। পরবর্তী সময়ে বুঝতে পেরে কোলাঘাট থানায় গেলে সেখান থেকে তমলুকের সাইবার ক্রাইম থানায় পাঠানো হয় ওই মহিলাকে। অভিযোগ জমা দিলে পূর্ব মেদিনীপুর জেলার সার্ভার ক্রাইম অফিসার তদন্ত শুরু করে। তদন্তকারী অফিসার আশ্বাস দিয়েছেন কিছুদিনের মধ্যেই টাকা ফিরিয়ে দিতে সক্ষম হবেন। এদিকে ওই মহিলা ব্যাংক থেকে লোন করে গাড়ি কেনায় প্রতিমাসে ব্যাংকের লোন দিতে হয়। বেশ কিছু টাকা প্রতারক হাতিয়ে নেওয়ায় সমস্যায় পড়েছেন মহিলা। সাইবার ক্রাইম থানা আশ্বাস দেওয়ায় মহিলা বাড়ি ফিরে যায়। কবে প্রতারিত টাকা মহিলার একাউন্টে ফিরে আসে এখন সেটাই দেখার বিষয়।।