Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সপ্তাহের সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব  ০৪
কবিতা  - ভালো আছি ভালো থেকো
বিভাগ  - পদ্য কবিতা
কবি   -  স্বপন গায়েন
তারিখ  - ৩১/০৩/২০২০
***************************

হাতটা মোদের ধরো প্রভু
দেখাও খুশির আলো
অশনি সময় লুকিয়ে হাসে
দিনেও দেখি কালো!

দেবত…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব  ০৪
কবিতা  - ভালো আছি ভালো থেকো
বিভাগ  - পদ্য কবিতা
কবি   -  স্বপন গায়েন
তারিখ  - ৩১/০৩/২০২০
***************************

হাতটা মোদের ধরো প্রভু
দেখাও খুশির আলো
অশনি সময় লুকিয়ে হাসে
দিনেও দেখি কালো!

দেবতার স্থান সবই রুদ্ধ
তুমি কী প্রভু অন্ধ
আর কতদিন থাকবে বলো
তোমার দুয়ার বন্ধ!

রঙিন প্রভাত হচ্ছে মলিন
ডুকরে কাঁদে ধরা
জীবন আলো যায় শুকিয়ে
সবুজে নেমেছে খরা।

ছলনার জাল বিশ্ব জুড়ে
কোথায় সুখের রোদ
সভ্য মানুষ আর কিছুদিন
দেখাও তোদের বোধ।

মারণ অসুখ ঢুকছে দেহে
হৃদয় পুড়ে ছাই
'ভালো আছি ভালো থেকো'
এমন শুনতে চাই ।

      *****