সাপ্তাহিক প্রতিযোগিতা -০৪
বিভাগ :- কবিতা
শিরোনাম :- #রিফুজী_
#Agarwala_Bimalkumar
৩১/০৩/২০২০
#=#=#=#==#=#=#=#=#=#=#
কাঁটা তারের বেড়ার পাশে
ছিল ছোট্ট প্রবাস
ছিন্নমূল, আজ বড়োই ব্যাকুল
সবই কি ইতিহাস?
রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে
পার …
সাপ্তাহিক প্রতিযোগিতা -০৪
বিভাগ :- কবিতা
শিরোনাম :- #রিফুজী_
#Agarwala_Bimalkumar
৩১/০৩/২০২০
#=#=#=#==#=#=#=#=#=#=#
কাঁটা তারের বেড়ার পাশে
ছিল ছোট্ট প্রবাস
ছিন্নমূল, আজ বড়োই ব্যাকুল
সবই কি ইতিহাস?
রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে
পার হয় আজও কারা
আশ্রয়ের তরে দ্বারে দ্বারে ঘোরে
নিরন্ন ক্লান্ত তারা।
জীবন যখন থরের মরু
ধস নামে ক্ষণে ক্ষণে
চিলতে জমি মাথায় ছাদ
স্বপ্ন আপন মনে।
রক্ত ঝরিয়ে অস্থিত্ব হারিয়ে
নতুন স্বপ্নে আবার বাঁচা
দীর্ঘ সময় হয়েছে অপচয়
বাঁধন আজো বড্ডো কাঁচা।
স্মৃতির চাদরে মোড়া ঘরবাড়ি
উঠোনে তুলসী তলা
মেঠো রাজপাট, পদ্মার ঘাট
আকুল ভাটিয়ালি গলা।
শীতের সকাল খেজুর রসে জ্বাল
আহা ! গুড়ের আয়োজন
ভুলিনি আজো আমার বাংলার
নবান্ন পৌষ পার্বন।
কেউ বলে বাংলাদেশি, কেউ পদ্মাপারের
কেউ বা বলে রিফুজী,
স্বজন হারিয়ে ভিটেমাটি ছাড়িয়ে
নেতারা বানায় রোজ ঠিকুজি।
এপার বাংলায় যেখানেই যায়
নিজেদের পরগাছা মনে হয়
রাতের আঁধার পুলিশের অত্যাচার
ক্ষণে ক্ষণে উচ্ছেদের ভয়।
মোরা শিকড় ছেঁড়া অরণ্য
আজ কোথাও নয়কো বরেণ্য
অন্নের অন্বেষণে ছুটে মরি
কোথাও নেতা কোথাও মন্ত্রী
কোথাও চামচে কোথাও সন্ত্রী
হাতে পায়ে সবার ধরি।
প্রতিক্ষণ, প্রশ্ন করে মন
ফিরে যেতে চাও কি তুমি
জানি নেই উপায়
তবু মন চায়
ফিরে যেতে জন্মভূমি।