সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০৪
কবিতা ---- সময়ের দাবি
৩১/০৩/২০২০
মনোরঞ্জন আচার্য্য
এগিয়ে চলেছে মরণ সমুদ্রের ঢেউ
আশঙ্কা আর নিরাশার দোলাচলে,
বেড়েই চলেছে হতাশার পাহাড়ের চূড়া
ঝর্নার ঝরঝর শব্দ তাই বুঝি যায় বলে।
সময়ের হাত লম্বা হ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০৪
কবিতা ---- সময়ের দাবি
৩১/০৩/২০২০
মনোরঞ্জন আচার্য্য
এগিয়ে চলেছে মরণ সমুদ্রের ঢেউ
আশঙ্কা আর নিরাশার দোলাচলে,
বেড়েই চলেছে হতাশার পাহাড়ের চূড়া
ঝর্নার ঝরঝর শব্দ তাই বুঝি যায় বলে।
সময়ের হাত লম্বা হয়েছে অকাল বোধন
হলো বুঝি আবার নবরূপে শুরু,
দিগন্তের সূর্য ঢেকেছে হৃদয়ের কুয়াশায়
নিঃসহায় মানবতার বুক করে দুরুদুরু।
ফেনশীর্ষ ঢেউয়ের উপর দেখি সূর্যের নাচন
দিগন্তকে আবার তুলে নিতে চায়,
মানুষের কাছে এসেছে নবরূপে মানুষের দাবী
হাজার প্রশ্ন ছুড়ে দিতে চায়।
অন্ধকার রাত্রির হাত ধরে নক্ষত্রেরা সবাই
সকল কাজের হিসাব মেলাতে চায়,
আকাশের মুখোমুখি তারাদের মধ্যে চাঁদ
কুয়াশার আবর্তে লজ্জায় মুখ লুকায়।
কলকাতা দমদম।