শতদল কাব্য সাহিত্য পত্রিকা
সাপ্তাহিক প্রতিযোগিতা– পর্ব ০২ কবিতা
কবিতার নাম: আমন্ত্রণ
কলমে: তরুণ কুমার ইন্দু
তারিখ: ১৯/০৩/২০২০
উদাসী তারার চোখে, অলীক স্বপ্নের বিচরণ
অচেনা এক পরশে, এ হৃদয়ে জাগে শিহরণ;
বৃথাই এগিয়ে চলা, দুর্নিবার …
শতদল কাব্য সাহিত্য পত্রিকা
সাপ্তাহিক প্রতিযোগিতা– পর্ব ০২ কবিতা
কবিতার নাম: আমন্ত্রণ
কলমে: তরুণ কুমার ইন্দু
তারিখ: ১৯/০৩/২০২০
উদাসী তারার চোখে, অলীক স্বপ্নের বিচরণ
অচেনা এক পরশে, এ হৃদয়ে জাগে শিহরণ;
বৃথাই এগিয়ে চলা, দুর্নিবার সেই পিছুটান
সবকিছু থেকেও, আজ আশারা যে খা্ন খা্ন।
কথা দিয়ে না রাখা, বড় আদিম সে অভ্যেস
মনের চোরাগলিতে, হৃদয়হীনেরা আছে বেশ;
শান্তি ফেরাতে সওদা ওদের মমির বিনিময়ে
মুখোশের আড়াল থেকে, করে নিবেদন সবিনয়ে।
পার্থিব যা কিছু পোড়ে, সে নিয়মের ধারা বেয়ে
দাবানল সমাজ, ওঠে মেকি বিরহের গান গেয়ে;
অযাচিত ভাবে আসে ফিরে, গহীন সে আঘাত
প্রতিটি সুখের পরেই, থাকে বঞ্চনার প্রত্যাঘাত।
যত কিছু ছিলো নামি, সবটাই আজ বড় দামী
ঠুনকো যে সম্পর্ক, সিঁদুরের টিপে মোছেনি গ্লানি;
নির্মম ঝড়ের শেষে, সূর্য্যকেই যাব করে নিমন্ত্রণ
সবার প্রাণে থাকুক জমে, নতুন ভোরের আমন্ত্রণ ।।