শিরোনাম…. উষ্ণতার মাঝে
কলমে…...শম্পা চট্টোপাধ্যায়
১২/০৪/২০২০
গোধূলির শেষ বেলায় আলো আঁধারির টানাপোড়েনের মাঝে,
আকাশ আঁকে এক নবীন চিত্রপট।
শূন্যতা পাড়ি দেয় সীমানার ওপারে,
যেখানে দুষ্টু পাখি কলতান শেষে পায় খুঁজে নীড়।
মোহময়ী চাঁদনি …
শিরোনাম…. উষ্ণতার মাঝে
কলমে…...শম্পা চট্টোপাধ্যায়
১২/০৪/২০২০
গোধূলির শেষ বেলায় আলো আঁধারির টানাপোড়েনের মাঝে,
আকাশ আঁকে এক নবীন চিত্রপট।
শূন্যতা পাড়ি দেয় সীমানার ওপারে,
যেখানে দুষ্টু পাখি কলতান শেষে পায় খুঁজে নীড়।
মোহময়ী চাঁদনি রাতে,ক্ষীণ জোনাকির আলো আঁচে,
মেহগনির গন্ধে মোরা আদিম মাদকতায় মুহূর্ত গুলি,
বন্য হয়ে ফিরে আসে আদিম সভ্যতার কাছে।
যে সভ্যতার কাছে আমার আজীবন ঋণ।
বসন্তের রঙ গুলো এক এক করে এসে জড়ো হয়,
আত্মহুতি দিতে চায় কাঙ্ক্ষিত চাওয়া পাওয়ার নিঃশব্দ রূপে।
কথা গুলো নিস্তব্ধতা চাই, চাই উষ্ণ আলিঙ্গন,চাই ভরষা,
না পাওয়া তৃপ্তির আস্বাদন।
ভরাট নিশ্বাস সন্ধি করে যুবতী রাতের চৌকাঠে
গড়তে চায় ইতিহাস, তাজমহল।
ভালোবাসার মানচিত্রে অবকাশের আকাশ স্বরলিপি লিখে চলে,
শিহরন জাগায় অদ্বৈত কবিতার অঙ্গন।