বিভাগ _ "কবিতা"
শিরোনাম _ "আগুন আর আমি"
কলমে _ চি র দী প_১১/৪/২০
======================
বুকে'র পাঁজর ভর্তি আগুন
সময় মাফিক জ্বলছে কই..
হাপিত্যেশে'র নাগর দোলায়
বেকুফ্ চোখে চেয়ে'ই রই।।
বর্ণ চোরা ছন্দ…
বিভাগ _ "কবিতা"
শিরোনাম _ "আগুন আর আমি"
কলমে _ চি র দী প_১১/৪/২০
======================
বুকে'র পাঁজর ভর্তি আগুন
সময় মাফিক জ্বলছে কই..
হাপিত্যেশে'র নাগর দোলায়
বেকুফ্ চোখে চেয়ে'ই রই।।
বর্ণ চোরা ছন্দ পতন
বন্ধ কুলুপ জর্জে ঋণ..
রন্ধ্র মনে ধন্ধে আগুন
ভিজছে বারুদ সলতেহীন।।
আজকে আগুন সস্তা বিকোয়
দেড় কিলোতে'ই একশো ফ্রি..
নকল নবিশ নিটোল পালিশ
ঢালছে তাতে'ই ফ্রি-এর ঘি।।
সেই আগুনও ঠাণ্ডা ভীষণ
ভীষণ রকম নি রু ত্তা প..
মন খারাপের যাত্রী ফেরত
জিব্রাইলে'র "আগুন-সাপ"।।
ভায়ে'র আগুনে ভাই মরে রোজ
জাতি'র আগুনে জাতে'র শেষ..
পেটের আগুনও পড়ে যায় চাপা
ভাষা'র আগুনে সমাবেশ।।
তবু..কোন রাতে অসহায় একা
ঘুমে'র গভীরে ভাঙে ভুল..
বুকে চেপে ধরি -"আসল আগুন"
আগুনীয়া কবি - "ন জ রু ল" ।।
======================💟