ভোটযুদ্ধে প্রচার এর দেওয়াল কে হাতিয়ার করে নানা রাজনৈতিক দল। করোণা যুদ্ধে এবার দেওয়াল নয়, রাস্তা কেই অস্ত্র করলেন কাউন্সিলার। এলাকার বাসিন্দাদের লকডাউনকে মেনে চলা, সতর্ক থাকা, বাড়ি থেকে না বেরানোর বার্তা দেয়া হয়েছে রাস্তায…
ভোটযুদ্ধে প্রচার এর দেওয়াল কে হাতিয়ার করে নানা রাজনৈতিক দল। করোণা যুদ্ধে এবার দেওয়াল নয়, রাস্তা কেই অস্ত্র করলেন কাউন্সিলার। এলাকার বাসিন্দাদের লকডাউনকে মেনে চলা, সতর্ক থাকা, বাড়ি থেকে না বেরানোর বার্তা দেয়া হয়েছে রাস্তায় লিখনের মাধ্যমে। করোণা সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করেছে সরকার। তা সত্ত্বেও অনেকের মধ্যেই লকডাউন মেনে চলার কোন প্রবণতা নেই। এই পরিস্থিতিতে এলাকার মানুষকে সচেতন করতে তাম্রলিপ্ত পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুফিয়া বেগম তার এলাকার রাস্তায় লিখনের কাজ করছেন। রাস্তায় লেখা রয়েছে, লকডাউন চলছে সামাজিক দূরত্ব বজায় রাখুন যাবতীয় বিধি নিষেধ মেনে চলুন। এছাড়াও লেখা রয়েছে, সবাই ঘরে থাকুন সবাই সুস্থ থাকুন। কাউন্সিলর সুফিয়া বেগম জানান, করোনার হাত থেকে বাঁচার উপায় পারস্পারিক দূরত্ব বজায় রাখা। তাই এলাকাবাসীকে করোনা নিয়ে সতর্ক করতে চলছে লিখন কর্মসূচি।