#কবিতা
#তুমি কথা রাখোনি
#দেবাশিস বসু
#১৮/০৪/২০২০
জড়িয়ে ধরেছিলে তুমি -বন্দরে
অভিকর্ষহীন শরীরের ভার আমার শরীরে
তোমার মুখ ছিলো আমার বুকের ভেতরে
রাজহাঁসের ঠোঁট যেমন
গোঁজা থাকে পালকের গভীরে
দু'এক ফোঁটা জল বোধহয় ভিজিয়ে দিয়েছিল
তোম…
#কবিতা
#তুমি কথা রাখোনি
#দেবাশিস বসু
#১৮/০৪/২০২০
জড়িয়ে ধরেছিলে তুমি -বন্দরে
অভিকর্ষহীন শরীরের ভার আমার শরীরে
তোমার মুখ ছিলো আমার বুকের ভেতরে
রাজহাঁসের ঠোঁট যেমন
গোঁজা থাকে পালকের গভীরে
দু'এক ফোঁটা জল বোধহয় ভিজিয়ে দিয়েছিল
তোমার চোখ
ছিটানো সুগন্ধির মতো ভিজিয়ে দিয়েছিল
জামার বুকের কাছের অংশ
তোমার হাতে ধরা কাগজের লাল ফিতের
অপর প্রান্ত হাতে নিয়ে যখন ডেকে দাঁড়ালাম
তোমার চোখে হাজারো প্রশ্ন-কিছুটা অবিশ্বাস
অবিশ্বাস নীল উথাল পাথাল সমুদ্রের তরঙ্গে
অবিশ্বাস মাঝসাগরে ডুবন্ত সূর্যের আলোকছটায়
জেটিটা দুলে ওঠে
'আর এগিয়ো না ,তুমি পড়ে যাবে'
অস্ফুটে বলতে বলতেই বাতাসিয়া লুপের মতো
কাগজ শৃঙ্খল খুলতে খুলতে সরলরৈখিক-
নাবিককে বলতে চেয়েছিলাম-'ক্ষণেক দাঁড়াও
কাগজের শৃঙ্খল দীর্ঘায়ু হোক'-
আমার হাতের টুকরো হাতেই রইলো
তোমার হাতে তোমারটা-
ছিন্ন দুই প্রান্ত ব্যাঙডুবি সমুদ্রের জলে
সায়োনারা
সায়োনারা
দূরে তোমার চুলখোলা সিল্যুট
সূর্যের শেষ রশ্মিটাকেও শুষে নিয়ে
আঁধার নেমে এলো- তবু যেন তুমি তখনও দাঁড়িয়ে
জেটির শেষ প্রান্তে- নির্নিমেষ- ত্রিশঙ্কুর মতো- আমার মানসে
অপেক্ষা করবে বলেছিলে
এক যুগ বাদে আমি ইউলাইসিস
তরঙ্গে যত্ন করে রাখা
সেই কাগজ শৃঙ্খলের ছিন্ন টুকরো
তুমি কথা রাখোনি
তোমাকে কত খুঁজলাম কালপুরুষের শরীরে
সেই বোগেনভেলিয়ায় ঢাকা পাঁচিলের গায়ে
সৈকতে ঘাসভূমিতে- বজরার ছইতে
পুরোনো গাড়িটার ডিকি খুলে দেখলাম
যদি আমাকে জব্দ করার জন্যে লুকিয়ে থাকো
লুকিয়ে থাকে সময়- লুকিয়ে থাকে মহাকাল
বর্তমানকে গ্রাস করে অতীত-অতীতকে স্মৃতি
তুমি কথা রাখোনি
তোমাকে কত খুঁজলাম তারাদের অন্ধকারে