সাপ্তাহিক প্রতিযোগিতা 5
পাশাপাশি দুজনে ( কবিতা)
রুনা মুখার্জী
12/4/2020
আজ তুমি আমার এত কাছে আছো যে,
আমার হাতের রেখা তোমার হাতের রেখার সাথে মিশে আছে ।
আজ তুমি এত কাছে আছো যে,
তোমার নিঃশ্বাস আমার হৃদয় কে স্পর্শ করে যাচ্ছে ।
…
পাশাপাশি দুজনে ( কবিতা)
রুনা মুখার্জী
12/4/2020
আজ তুমি আমার এত কাছে আছো যে,
আমার হাতের রেখা তোমার হাতের রেখার সাথে মিশে আছে ।
আজ তুমি এত কাছে আছো যে,
তোমার নিঃশ্বাস আমার হৃদয় কে স্পর্শ করে যাচ্ছে ।
এত কাছে আছো যে,
তোমার মুখের প্রতিচ্ছবি আমার চোখের তারায়।
আজ তুমি এত কাছে আছো যে,
না বলা অনেক কথা বলতে গিয়েও বলা হচ্ছে না ।
এত কাছে আছো যে,
মনে হচ্ছে আমার পৃথিবীটাই আমার পাশেই আছে ।
এত কাছে আছো যে মনে হচ্ছে,
আমার সমস্ত সুখ ,শান্তি পাওয়া হয়ে গেছে ।
তুমি এত কাছে আছো যে ,
রাতের আকাশের দিকে তাকিয়ে আলোয় ভরা চাঁদ কে দেখে ,
বলতে ইচ্ছা করে তুমি না,
আমার চাঁদ তো আমার পাশেই আছে ।
রাতের রজনীগন্ধা কে বলতে ইচ্ছা করে তুমি না,
আমার রজনীগন্ধা তো আমার ভীষণ কাছে আছে।
তুমি এত কাছে আছো যে,
আমার হৃদয়কে বলতে ইচ্ছা করে,
তুমি না আমার হৃদয় তো আমার পাশেই আছে।
এভাবেই তো থাকতে চেয়েছিলাম দুজনে একান্ত আপন হয়ে ,
এখন যেমন আছি।
কথা দিলাম মান অভিমান যতই আসুক,
যাব না তোমায় ছেড়ে।
কষ্ট যদি আসে ভাগ করে নেব দুজনাতে।
এই বন্ধন জন্ম-জন্মান্তরের বন্ধন।
তোমায় ছেড়ে কোনদিনও কোথাও যাবনা আমি।
যদি মৃত্যু আসে তবে যাব আমরা একসাথে।