ঘুড়ি
মনসিজ (দিব্বান গুহ)
একটা ঘুড়ি ছিল।
খোলা আকাশে উড়ে বেড়াতো।
আকাশে উড়ে বেড়ানো ছাড়া
ওর অবশ্য অন্য কোন কাজই নেই।
তাই ও উড়তো -- আদিগন্ত খোলা আকাশের বুকে।
আর ভাবতো --
কত সুখী ও! কারণ ও স্বাধীন।
ও স্বাধীন, তাই ও সুখী --
…
ঘুড়ি
মনসিজ (দিব্বান গুহ)
একটা ঘুড়ি ছিল।
খোলা আকাশে উড়ে বেড়াতো।
আকাশে উড়ে বেড়ানো ছাড়া
ওর অবশ্য অন্য কোন কাজই নেই।
তাই ও উড়তো -- আদিগন্ত খোলা আকাশের বুকে।
আর ভাবতো --
কত সুখী ও! কারণ ও স্বাধীন।
ও স্বাধীন, তাই ও সুখী --
এই মনে করে উড়ে বেড়াতো।
আর এমনি ভাবে উড়তে উড়তে
ও গ্রাহ্যই করতো না --
যে ও একটা সুতোয় বাঁধা!
ও ভাবতো --
ওই সুতোকে একদিন ভো কাট্টা করে
ও উড়ে চলে যাবে --
সুদূর এক অচিন দিশার দিকে!
ও ভুলেই গেছিল --
সুতোটা আবার জড়ানো এক লাটাইতে;
আর লাটাইটা ধরা একজোড়া হাতে।
সেই হাতের মালিক চাইলেই
সুতো গুটিয়ে নেবে।
তখন ওর আর হবে না ওড়া - স্বাধীন ভাবে --
উন্মুক্ত আকাশের বুকে।
একদিন মালিক সত্যিই গুটিয়ে নিল হাত।
সুতো গুটিয়ে নিয়ে জড়িয়ে নিল লাটাইতে।
ঘুড়ি নেমে এলো নীচে,
আর মাটির কাছে এসে
পড়লো আঁছড়ে।
এখন ও ছাদের কোণায়
ছেঁড়াখোঁড়া অবস্থায় পড়ে আছে।
সেখান থেকে দেখে
অনাবৃত আকাশকে;
আর দীর্ঘশ্বাস ছেড়ে,
বাঙ্ময় এক নীরব ভাষায় আকাশকে বলে --
"আবার কবে ডাকবে তুমি,
তোমার হিয়ার মাঝে?
আবার কবে উড়বো বলো
আনন্দে অনুরাগের?"