Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা ০৬
আগমনী আজ বৈশাখের
---------------এম এ ছালেহ্
১৭.০৪.২০২০

আকাশে আজি গর্জনে
নামল ধারা বর্ষণে,
পরশে হিমেল হাওয়া
হৃদয় ছুঁয়ে যাওয়া।

যেন হিমালয়ের চুড়ায়
মন মেলেছে পাখা,
মনের গহীন কোণে
তুষারে পড়েছে ঢাকা।

শীতল করে …


সাপ্তাহিক প্রতিযোগিতা ০৬
আগমনী আজ বৈশাখের
---------------এম এ ছালেহ্
১৭.০৪.২০২০

আকাশে আজি গর্জনে
নামল ধারা বর্ষণে,
পরশে হিমেল হাওয়া
হৃদয় ছুঁয়ে যাওয়া।

যেন হিমালয়ের চুড়ায়
মন মেলেছে পাখা,
মনের গহীন কোণে
তুষারে পড়েছে ঢাকা।

শীতল করে দেহ মন
বুলিয়ে পরশ চোখের,
হাওয়ায় ওড়ে চাদর
যৌবনার ওই বুকের।

মুদিয়া আঁখি প্রিয়ার হস্ত
জল ছোঁয়া অনুরাগে,
আগমনী আজ বৈশাখের
প্রেমের শিহরণ জাগে।

দু'হাত তোমার দাও সখা
একই সুতোয় বাঁধি,
বরিষণে মেঘ দেবে প্রেম
অজর নয়নে কাঁধি।

সিক্ত হবে প্রেমের পরশে
দুটি দেহের সুধা,
আলিঙ্গনে প্রিয়তমার আজ
মিটবে মনের ক্ষুধা।

ভেজা দু'টি তনুমন
খুঁজবে পরশ বুকের,
দুজন দু'জনার এভাবেই রবে
অনন্তকাল সুখের।