Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লকডাউনের মাঝেই কোনো নিয়মের তোয়াক্কা না করে বাজারে ভিড় তমলুকের কাঁকটিয়া বাজারে

লকডাউনের মাঝেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই রবিবার সকাল থেকেই বাজারে ভিড় করতে দেখা গেলো তমলুকের কাঁকটিয়া বাজারে। তাদের মধ্যে অধিকাংশরই নেই মাস্ক। কারো সাফাই, পরে পোরবো, কেউ আবার ভুলে গেছি, গুটখা চিবোতে চিবোতে কেউ আবার ক্যামে…


লকডাউনের মাঝেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই রবিবার সকাল থেকেই বাজারে ভিড় করতে দেখা গেলো তমলুকের কাঁকটিয়া বাজারে। তাদের মধ্যে অধিকাংশরই নেই মাস্ক। কারো সাফাই, পরে পোরবো, কেউ আবার ভুলে গেছি, গুটখা চিবোতে চিবোতে কেউ আবার ক্যামেরা সরানোর পরামর্শ দিলেন। অথচ এই কাঁকটিয়াবাজার এলাকারই পাশের দুটি গ্রামে প্রায় ১৩জনেরই করোনা সংক্রমণ ঘটেছিল। তারপরও এই ঢিলেঢালা মনোভাব এলাকাবাসীর।

 সমস্যা যে হচ্ছে, তা যে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি তা মেনে নিয়েছেন খোদ সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ। আর বক্তব্য, আমরা আরো জনসাধারনকে সচেতন করার উদ্যোগ নিচ্ছি। সেই উদ্যোগ কবে বাস্তবায়িত হয়, সেটাই এখন দেখার বিষয়।