সাপ্তাহিক প্রতিযোগিতা ০৬
বিভাগ কবিতা
৲*** নিস্পৃহ মুহূর্তরা ***৴
মনিকান্ত। ১৬/০৪/২০২০
==========================
হয়তো সেভাবে ভাবিনি...
যেভাবে ভাবলে একটা মেঘলা বিকেল
খোঁজ নিয়ে যেত অতর্কিতে আসা বৃষ্ট…
বিভাগ কবিতা
৲*** নিস্পৃহ মুহূর্তরা ***৴
মনিকান্ত। ১৬/০৪/২০২০
==========================
হয়তো সেভাবে ভাবিনি...
যেভাবে ভাবলে একটা মেঘলা বিকেল
খোঁজ নিয়ে যেত অতর্কিতে আসা বৃষ্টি ফোঁটার,
কিংবা জানলার গায়ে লেগে থাকা জলদাগ
মনে করিয়ে দিত অবসন্ন প্রহরের নির্মম ইতিকথা।
হয়তো সেভাবেও ভাবিনি...
যেভাবে ভাবলে পুরানো আসবাবে জমে থাকা ধুলো
ফিরিয়ে দিত কয়েক টুকরো অমলিন স্মৃতি,
কিংবা ভাঙা আয়নার অন্তরালে ভেসে উঠতো
বেশ কিছু অসংলগ্ন মুহূর্তের বেরঙিন প্রতিচ্ছবি।
হয়তো'বা সেভাবেও ভাবা হয়নি...
যেভাবে ভাবলে আধপোড়া মোমবাতির নিস্তেজ শরীর
জানিয়ে দিত দীর্ঘশ্বাসগুলো বাঁচে রুগ্ন দেওয়ালের অনুভবে,
কিংবা একটা স্বপ্ন বিহীন নিরবচ্ছিন্ন রাত
বুঝিয়ে দিত কড়িকাঠে চোখ রাখা মানেই রাত্রিযাপন নয়।
------------- নাহ্ হয়তো ভাবিনি সেভাবে।