Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক সেরা  পর্ব ঃ  ০৬
তাং ঃ ১৬.০৪.২০২০.
শিরোনাম  ঃ একি লাজ !
কলমে ঃ অরুণাভ  চক্রবর্তী

সহসা অবগুণ্ঠনে ঢাকলে মুখ
বুঝি লজ্জায় জানি তব সুখ,
আঁখি মেলে দেখো কে আমি
তুমি অন্যের কণ্ঠলগ্না জানি।

তুমি আজ হয়েছো কারো
  জীবনসঙ্গিনী...গৃ…


সাপ্তাহিক সেরা  পর্ব ঃ  ০৬
তাং ঃ ১৬.০৪.২০২০.
শিরোনাম  ঃ একি লাজ !
কলমে ঃ অরুণাভ  চক্রবর্তী

সহসা অবগুণ্ঠনে ঢাকলে মুখ
বুঝি লজ্জায় জানি তব সুখ,
আঁখি মেলে দেখো কে আমি
তুমি অন্যের কণ্ঠলগ্না জানি।

তুমি আজ হয়েছো কারো
  জীবনসঙ্গিনী...গৃহিণী...
সিঁদুরচর্চিত  সীমন্তরেখা
তোমাকে তো আমি চিনি।

নিজেকে লুকিয়ে অবগুণ্ঠনে
কি ভাবো তুমি মনে মনে...
বৃথা তোমার লুকোচুরি খেলা...
নিদারুণ করছো অবহেলা...
আমার আর নাই কিছু বলা
নাই শরীরে হিংসা বিষজ্বালা...
এইতো জীবনের যাত্রাপালা।


দমদম  পার্ক।  কোলকাতা