সাপ্তাহিক প্রতিযোগিতা---০৬
বিভাগ---কবিতা
""আমিত্ত্ব""
* লেখা মন্ডল *
17/04/2020
অস্তাচলে সূর্য-রশ্মি
পড়ন্ত বেলার প্রতিচ্ছবি,
তবু তার তীব্র দ…
সাপ্তাহিক প্রতিযোগিতা---০৬
বিভাগ---কবিতা
""আমিত্ত্ব""
* লেখা মন্ডল *
17/04/2020
অস্তাচলে সূর্য-রশ্মি
পড়ন্ত বেলার প্রতিচ্ছবি,
তবু তার তীব্র দহন-শক্তি।
একটু পরে নামবে আঁধার।
ঠিক যেন মৃত্যুর পদধ্বনি তার।
দিন-ভর এতো কোলাহল,দ্বেষ- হিংসা,
ঐক্যহীন প্রাণ,বিচ্ছিন্ন মন,বিভেদ,বেদনা,
বিষাক্ত দুর্নীতি,নিষ্ঠুর শোষণ
প্রেম-প্রীতি ভরা মধুর সম্ভাষণ,দাম্পত্যের মধুর জীবন
মিথ্যা শব্দ যোজনায় সৃষ্ট উপাখ্যান,
প্রচারিতে আপন গৌরব।
আক্রোশের দংশনে বিদ্ধ আত্ম-সম্মান
কর্ত্তৃত্বের দাবীতে শ্বাস-রুদ্ধ বাক্,
আমিত্ত্বের দাবানলে পুড়ে সংসার।
বিজয়-পতাকা উত্তোলনের অসুস্থ্য প্রতিযোগিতা।
যদিও সব কালো ,গাঢ় অন্ধকার কালের গহব্বরে
হবে নিক্ষেপিত,
জন্ম-মৃত্য,ভাল-মন্দ,সত্য-মিথ্যার দোলাচলে
মানুষ দিশেহারা,বোধ শূণ্য।
জীবন প্রবাহমান,চলাই তার ধর্ম।
কাল-সলিলে ডুবে যাবে সব,
নিয়তির অমোঘ বিধানের কাছে সতত অবনত।
তবু তার এতো দম্ভ,এতো আমিত্ত্ব !!
কপিরাইট *লেখা মন্ডল*
17/04/2020