Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হল তমলুক মুখ্য বিচার বিভাগীয় আদালতে

লকডাউনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রথম বিচার প্রক্রিয়া শুরু হল পূর্ব মেদিনীপুরের তমলুক মুখ্য বিচার বিভাগীয় আদালতে।

কোভিড- ১৯ আতঙ্কে লকডাউন সারা দেশ জুড়ে, বন্ধ সমস্ত  অফিস আদালত।এরই মধ্যে ৬ ই এপ্রিল সুপ্রিম কোর্ট ও ৯ই এপ্রিল…


 লকডাউনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রথম বিচার প্রক্রিয়া শুরু হল পূর্ব মেদিনীপুরের তমলুক মুখ্য বিচার বিভাগীয় আদালতে।

কোভিড- ১৯ আতঙ্কে লকডাউন সারা দেশ জুড়ে, বন্ধ সমস্ত  অফিস আদালত।এরই মধ্যে ৬ ই এপ্রিল সুপ্রিম কোর্ট ও ৯ই এপ্রিল হাইকোর্ট নির্দেশ জারি করে পিটিশন ফাইল করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া করা যেতে পারে। সেইমত জেলাতে প্রথম একটি অপহরন মামলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার হল তমলুক মুখ্য বিচার বিভাগীয় আদালতে।
২৪ শে মার্চ জয়দেব পাল নামক এক ব্যক্তিকে নাবালিকা অপহরনের অভিযোগে গ্রেপ্তার করে ময়না থানার পুলিশ।২১ শে এপ্রিল আসামির বিপক্ষে ৩৬৫ ও ৩৬৭ ধারায় মামলা রুজু করা হয়। আসামি এখন জেল হেফাজতে। আসামী পক্ষের আইনজীবী সুব্রত মন্ডল তমলুক আদালতে মেল করে আবেদন জানিয়েছিল শুনানির জন্য। সেই পরিপেক্ষেতে ২২ শে এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট ইনচার্য অর্ঘ্য আচার্য্য কাছে সরকারি পক্ষের উকিল সোফিউল আলি খান ও আসামি পক্ষের উকিল সুব্রত মন্ডল সওয়াল করে।এই মামলার রায় মেলের মাধ্যমে পাঠানো হবে এমনই জানালেন দুই আইনজিবী।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইনচার্জ অর্ঘ্য আচার্য মামলার রায় দেন। আসামি জয়দেব পাল কে ব্যক্তিগত 5000 টাকার বন্ডে জামিন দেয়া হয়। কোট এর কাজ স্বাভাবিক হলে আসামিকে পুনরায় কোর্টে হাজিরা দিতে হবে। এবং জেল হেফাজত থেকে বেরোনোর পরে স্বাস্থ্য পরীক্ষা করে সোশ্যাল ডিসটেন্স মেনে বাড়ি ফিরতে হবে। বিচারক মেলের মাধ্যমে আসামি পক্ষের আইনজীবী এবং সরকারি পক্ষের আইনজীবী কে জানান।