সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব---০৫
ছবি কেন্দ্রিক।
বিষয়--"ছবির ভেলায় ভাসাই কলম "
ইন্দ্রাণী রাহা।
৮.৪.২০.
শিরোনাম---"সাথী"
------------
পথ নির্জন চঞ্চল মন
দুজনে যাই চলো দূরে,
স্নিগ্ধ ছায়াঘন ব…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব---০৫
ছবি কেন্দ্রিক।
বিষয়--"ছবির ভেলায় ভাসাই কলম "
ইন্দ্রাণী রাহা।
৮.৪.২০.
শিরোনাম---"সাথী"
------------
পথ নির্জন চঞ্চল মন
দুজনে যাই চলো দূরে,
স্নিগ্ধ ছায়াঘন বৃক্ষ রাজি
মন মাতে বিহঙ্গ সুরে।
চির জনমের সাথী মোরা
পথ চলা একই সাথে,
প্রেম সম্ভাষণে হৃদয় উথলে
হাতে হাত রেখে পথে।
দুজনার পাশে শান্ত প্রকৃতি
হাসে তরুলতা মধুর বাতাসে,
স্বর্গীয় প্রেম দুজনার মনে
দুজন দুজনে কতনা ভালোবাসে ।।
(লাইন সংখ্যা--১২)