Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব --০৫
ছেলেবেলার স্মৃতি
রীনা পণ্ডিত
০৯/০৪/২০২০

মিষ্টি মধুর ছেলেবেলা
বন- বাদাড়ে মজার খেলা
কোমল সুখের স্মৃতি ,
দাদু ঠাম্মার স্নেহের আদর
কাকা বলতো আস্ত বাঁদর
সরল সবুজ নীতি ।

বিকেল বেলা কানামাছি
দুচোখ বেঁধে …


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব --০৫
ছেলেবেলার স্মৃতি
রীনা পণ্ডিত
০৯/০৪/২০২০

মিষ্টি মধুর ছেলেবেলা
বন- বাদাড়ে মজার খেলা
কোমল সুখের স্মৃতি ,
দাদু ঠাম্মার স্নেহের আদর
কাকা বলতো আস্ত বাঁদর
সরল সবুজ নীতি ।

বিকেল বেলা কানামাছি
দুচোখ বেঁধে ধাঁধায় আছি
চিনতে হবে হাতে,
গোল্লা ছুটে পাড়ার ছেলে
দৌড়ে আসে পাখনা মেলে
 খেলতে সবার সাথে ।

তার পেচিয়ে ফোন বানানো
আদান প্রদান বেশ মানানো
মজার ছোটো বেলা ,
পাড়া গাঁয়ের  নিয়ম নীতি
অনুষ্ঠানের সাবেক রীতি
জমতো খুশির  মেলা।

গাছে গাছে কাটতো বেলা
আকাশে রাম ধনুর  খেলা
জীবন ছিল ছন্দে ,
সেদিনগুলো  সুখের স্মৃতি
ধুসর মনে জাগায় প্রীতি
অবুঝ ভালো মন্দে ।