Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারীদের স্বপ্নতরী দৈনিক সেরা লেখোনি সম্মান

আশঙ্কা/সুপ্রিয়া চক্রবর্ত্তী/19/04/20
****************************************

কিজানি কেনো এতো পুরনো কথা মনে পড়ছে
কদিন ধরে হঠাৎ করে?
পৃথিবীটা কি সত্যিই ধ্বংস হয়ে যাবে?
নাকি আমিই হারিয়ে যাবো পৃথিবী থেকে?

জীবন টা চলছে নানা আশা,…


আশঙ্কা/সুপ্রিয়া চক্রবর্ত্তী/19/04/20
****************************************

কিজানি কেনো এতো পুরনো কথা মনে পড়ছে
কদিন ধরে হঠাৎ করে?
পৃথিবীটা কি সত্যিই ধ্বংস হয়ে যাবে?
নাকি আমিই হারিয়ে যাবো পৃথিবী থেকে?

জীবন টা চলছে নানা আশা,নিরাশার দোলাচলে
অজানা,হয়তো বা অহেতুক আশঙ্কায়!
ভাবছি এক,হচ্ছে আর এক....
মন বড় বিষন্নতায় কাটছে,শুধু নিজের জন্য নয়,
সারা পৃথিবী জুড়ে শুধু মৃত্যু মিছিল,
আমি আমার পরিবার দুবেলা পেট ভরে খাওয়ার
সংস্থান আছে ঠিকই,কিন্তু কত নিরন্ন প্রাণ,
রুজি,রুটি হীন,ক্ষুধাতুর জলভরা দুচোখের দৃষ্টি!
কি হবে ওদের?না খেতে পেয়েই কি চলে যাবে প্রাণ গুলো?

ভাবলে গা শিউরে ওঠে! হে নটরাজ, হে মহাকাল
একি প্রলয় শুরু করলে! শান্ত হও, করুণা দাও
রক্ষা করো তোমার সৃষ্টি কে,এ কঠিন সময় হতে।
ধরিত্রীর এ ভয়ংকর রূপ আমরা দেখিনি কখনও
প্রকৃতি যদিও তার সুস্থতা ফিরে পেয়েছে
কিন্তু জীবন হারিয়েছে তার স্বাভাবিক গতি,
কবে আবার সব স্বাভাবিক হবে,পৃথিবীর মানুষ
আবার হাসবে,আবার নতুন জীবন ফিরে পাবে?

মন্দিরের দরজা বন্ধ আজ,মসজিদ এর বন্ধ দ্বার,
গির্জায় গেটে তালা,নিস্তব্ধ দেবতার দুয়ার
কিন্তু পেট বন্ধ নেই সাধারণ মানুষের,নিরন্ন নেই তারা
আমাদের সৌভাগ্য যে সেই দিনটা আমাদের দেখতে হয় নি
আমরা এখনো দুবেলা দুধে ভাতে আছি
ঈশ্বর না করুন যে সেই দিন আমাদের দেখতে হয়
তাই সকলের ঘরের দুয়ার বন্ধ থাক আরো কিছুদিন।

সুপ্রিয়া চক্রবর্ত্তী@কপিরাইট120420202223