সাপ্তাহিকপ্রতিযোগিতা
পর্ব- ০৪
বিষয়- উন্মুক্ত
কবিতা বিভাগ
শিরোনাম-
#ব্যাস্তানুপাত
কলমে- শৈলেন মন্ডল
৩০.০৩.২০২০
প্রেম চেয়েছিলে
ভালোবাসা দিলাম
মন চেয়েছিলে
সারা হৃদয়টা দিলাম।
মেঘ চেয়েছিলে
বৃষ্টিধারা দিলাম
আবেগ চেয়েছিলে
অনুরাগটুকু দি…
সাপ্তাহিকপ্রতিযোগিতা
পর্ব- ০৪
বিষয়- উন্মুক্ত
কবিতা বিভাগ
শিরোনাম-
#ব্যাস্তানুপাত
কলমে- শৈলেন মন্ডল
৩০.০৩.২০২০
প্রেম চেয়েছিলে
ভালোবাসা দিলাম
মন চেয়েছিলে
সারা হৃদয়টা দিলাম।
মেঘ চেয়েছিলে
বৃষ্টিধারা দিলাম
আবেগ চেয়েছিলে
অনুরাগটুকু দিলাম।
বিশ্বাস চেয়েছিলে
আজীবন আবদ্ধতা দিলাম
সুখস্বপ্ন চেয়েছিলে
নৈসর্গিক আনন্দ দিলাম।
সংগোপন চেয়েছিলে
আলিঙ্গনটুকু দিলাম
প্রেমে ভাসতে চেয়েছিলে
আমিও বানভাসি হলাম।
সঙ্গীতের সুর চেয়েছিলে
অপরূপ মোর্চ্ছনা দিলাম
কবিতা চেয়েছিলে
কল্পনার রাজ্য দিলাম।
পছন্দের মানুষ চেয়েছিলে
ব্যার্থতায় ঢেকে দিলাম
প্রাক্তনের অপেক্ষা চেয়েছিলে
অবাধ স্বাধীনতা দিলাম।
অনাবিল হাসি চেয়েছিলে
মুক্তোমালা দিলাম
মুক্তি চেয়েছিলে
আগল ভাঙ্গা শেকল দিলাম।
বাঁচতে চেয়েছিলে
অনিঃশেষ প্রানটুকু দিলাম
ছুঁতে চেয়েছিলে
মনের রাজ্যটাই দিলাম।
পাগল করা আদর চেয়েছিলে
উজাড় করা উষ্ণতা দিলাম
মূর্ত্ত প্রতীকি চেয়েছিলে
#রাজেন্দ্রানী তোমাকে দিলাম।