সাপ্তাহিক প্রতিযোগিতা - ০৪
বিভাগঃ কবিতা
বিষয়ঃ উন্মুক্ত
নামঃ গড্ডালিকা
কলমেঃ মধুপর্ণা বসু
এই দেখো কেমন আছি উপহাস, ব্যর্থতায় ক্ষীণ,
শহরের পথে ঘুরেঘুরে ভালোবাসা বিশ্বাস বিহীন।
দিনগত পাপক্ষয়ে কেটে যায় শিশুর খিদের রাত,
হালের জীবন শূ…
সাপ্তাহিক প্রতিযোগিতা - ০৪
বিভাগঃ কবিতা
বিষয়ঃ উন্মুক্ত
নামঃ গড্ডালিকা
কলমেঃ মধুপর্ণা বসু
এই দেখো কেমন আছি উপহাস, ব্যর্থতায় ক্ষীণ,
শহরের পথে ঘুরেঘুরে ভালোবাসা বিশ্বাস বিহীন।
দিনগত পাপক্ষয়ে কেটে যায় শিশুর খিদের রাত,
হালের জীবন শূন্য হাতে, করে অভিসম্পাত।
বেচাকেনা হয় সব... ধন, মান, মস্তিষ্ক, শরীর
সভ্যতা দিয়েছে নির্লিপ্ততা হৃদয় জুড়ে স্থির ।
কেউ আজ আপন নয়, আকাশ বাতাস,নদী,
ঋণের জমানা শোধে একবার ফিরে আসো যদি।
দেখবে সন্ততিরা দিয়ে চলেছে তোমার সুদ,
শান্তি, প্রগতি,স্বপ্ন সাফল্য আজ ঢেউয়ের বুদবুদ।
অশান্ত গভীর রাতে হানা দেয় ভাবনার জোট,
নিয়মিত আয়োজন মৃত্যুর পরে ভেঙে পড়ে অবরোধ।
অকারণ শতনাম মুছে গেছে আগামীর খাতা থেকে,
তবুও লড়েছে তারা বারবার জীবনকে ডেকে।