লক ডাউন এর সময় গরিব-দুঃখীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অনির্বাণ ঘোড়া।।
মাধ্যমিকে ৮৭% নাম্বার পেয়ে কলারশিপ পেয়েছিল অনির্বাণ ঘোড়া। বিকাশ ভবন থেকে স্কলারশিপের জন্য পেয়েছিল 24 হাজার টাকা। সেই টাকা …
লক ডাউন এর সময় গরিব-দুঃখীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অনির্বাণ ঘোড়া।।
মাধ্যমিকে ৮৭% নাম্বার পেয়ে কলারশিপ পেয়েছিল অনির্বাণ ঘোড়া। বিকাশ ভবন থেকে স্কলারশিপের জন্য পেয়েছিল 24 হাজার টাকা। সেই টাকা থেকে চাল, আলু, ডাল, সোয়াবিন, বিস্কুট তুলে দিলেন তমলুক পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের গরিব-দুঃখীদের হাতে। সেইসব প্রায় 65 জন গরিব-দুঃখীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল যারা বিভিন্ন জায়গা থেকে তমলুকে এসে ভাড়ার বাড়িতে রয়েছে। কেউ হোটেলে, কেউ বা পরিচালিকার, কেউবা মিষ্টি দোকানে কাজ করে থাকেন। এই মুহূর্তে লকডাউন এর কারণে সবাই বাড়ির মধ্যে রয়েছে। বিশেষ করে বাড়ি থেকে আসার কারণে এইসব গরিব-দুঃখীদের নেই কোন রেশন কার্ড। ফলে পাচ্ছেনা সরকারি সাহায্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অনির্বাণ মা-বাবাকে তার ইচ্ছের কথা বলা মাত্রই রাজি হয়ে যায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ছেলের এমনই মহৎ কাজের জন্য বাবা-মা গর্বিত।