সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৪
বিষয় উন্মুক্ত
শিরোনাম: দিঘির প্রেম
কালোজলে আয়না পেতে স্বচ্ছতোয়া চুপ্
লজ্জা ভুলে ঐ প্রকৃতি দেখছে নিজের রূপ
নীলাকাশকে বুকে ধরে উজাড় দিঘির হৃদি
তারপরেতেই আল্পনা দেয় লক্ষ্মী প্রকৃতি
অতল দিঘির মন মজেছে অ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৪
বিষয় উন্মুক্ত
শিরোনাম: দিঘির প্রেম
কালোজলে আয়না পেতে স্বচ্ছতোয়া চুপ্
লজ্জা ভুলে ঐ প্রকৃতি দেখছে নিজের রূপ
নীলাকাশকে বুকে ধরে উজাড় দিঘির হৃদি
তারপরেতেই আল্পনা দেয় লক্ষ্মী প্রকৃতি
অতল দিঘির মন মজেছে অনন্ত এক প্রেমে
ভালোবাসার কাব্যগাথা প্রকৃতির আলিঙ্গনে
কাছে পেয়ে প্রকৃতিকে দিঘির কানাকানি
লাল ফুলেতে লাজ রাখলো শিমুল তখনি
ছড়িয়ে পড়ে নকশা আঁকে টলটলে জলমুকুরে
প্রতিবিম্বে উদ্ভাসিত স্বচ্ছতোয়ার হৃদয়ে।।#মৌসুমী মিত্র#